উন্নয়নশীল দেশগুলোর জোট ব্রিকস সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে মোদি পুতিনকে জানিয়েছেন ভারত বিশ্বাস করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। মোদি পুতিনের সঙ্গে দেখা করতে যাওয়ার পর দুজনকে কুশল বিনিময় ও আলিঙ্গন করতে দেখা যায়।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত এই জোটটির এবারের সম্মেলন হচ্ছে রাশিয়ার কাজানে।

ভারতীয় প্রধানমন্ত্রী পুতিনকে উদ্দেশ্য করে বলেন, “রাশিয়া ইউক্রেন যুদ্ধের সব পক্ষের সঙ্গে আমরা যুক্ত আছি। সবসময় আমাদের অবস্থান হলো সব ধরনের দ্বন্দ্বের অবসান আলোচনার মাধ্যমে সম্ভব। আমরা বিশ্বাস করি দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। শান্তি ফিরিয়ে আনতে ভারত সবসময় প্রস্তুত।”

এদিকে এবারের সম্মেলন থেকে একটি ঘোষণা দেওয়া হবে। যা ‘কাজান ঘোষণা’ নামে পরিচিত পাবে। এতে নতুন পাঁচ সদস্য রাষ্ট্রকে ব্রিকসের অংশ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

এবারের ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় যাওয়ার আগে গত জুলাইয়েও দেশটিতে গিয়েছিলেন মোদি। সেবারও পুতিনের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন তিনি। তখন মোদিকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পদক প্রদান করেছিলেন পুতিন।

সূত্র: এনডিটিভি

এমটিআই