দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় প্রাণ হারিয়েছেন হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার। তার মৃত্যু কীভাবে হয়েছে এবং কীভাবে পরিচয় শনাক্ত করা হয়েছে— সেসব তথ্য এখন সামনে আসছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত বুধবার গাজার রাফার তেল সুলতান এলাকায় ইসরায়েলি সেনারা টহল দিচ্ছিলেন। তখন তারা হামাসের তিন যোদ্ধাকে দেখতে পান। ওই সময় গুলি ছুড়লে একজন আলাদা হয়ে একটি বাড়িতে আশ্রয় নেন। তখন তাকে লক্ষ্য করে ট্যাংক থেকে গোলা ছোড়া হয়। তবে যাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তিনি যে সিনওয়ার সেটি ইসরায়েলি সেনারা জানত না।

বুধবারের হামলার পর গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা সেখানে তল্লাশি চালায়। এই তল্লাশির সময় সিনওয়ারের মতো দেখতে এক ব্যক্তির মরদেহ খুঁজে পায় তারা। তখন পরিচয় নিশ্চিত হতে প্রথমে সিনওয়ারের মরদেহের একটি আঙুল কেটে পরীক্ষা-নিরীক্ষার জন্য ইসরায়েলে পাঠানো হয়। ওই সময় তারা মরদেহটি উদ্ধার করেনি। কারণ তাদের শঙ্কা ছিল হামাস হয়ত বাড়িটির ভেতর কোনো ফাঁদ পেতে রেখেছে।

এরপর বৃহস্পতিবার বিকেলের দিকে মরদেহটি ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে ইসরায়েলে পাঠানো হয়।

দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এতদিন বলে আসছিল সিনওয়ার তার নিজের নিরাপত্তার জন্য জিম্মিদের সঙ্গে রাখতেন। কিন্তু তার মরদেহ উদ্ধারের সময় কোনো জিম্মিকে পাওয়া যায়নি। 

বিবিসি জানিয়েছে, ধারণা করা হচ্ছে সিনওয়ার হয়ত একা এবং নিরবে অন্য কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করছিলেন। অথবা তার সঙ্গে যারা ছিল তারা নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি

এমটিআই