সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলাকে বেদনায়ক বলছে ইসরায়েল
ইসরায়েলের একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের এই গোষ্ঠীর হামলায় ইসরায়েলি চার সৈন্য নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। হিজবুল্লাহর হামলায় সৈন্য হতাহতের এই ঘটনাকে ‘‘চরম বেদনাদায়ক’’ বলে মন্তব্য করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
এর আগে, রোববার রাতে ইসরায়েলের বন্দরনগরী হাইফার দক্ষিণে বিনিয়ামিনা এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর গোলানি ব্রিগেড প্রশিক্ষণ ঘাঁটিতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এই হামলায় ঘাঁটিতে চার সৈন্যের প্রাণহানির পাশাপাশি ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে।
বিজ্ঞাপন
সোমবার গোলানি ব্রিগেড প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শন করেছেন ইসরায়েলের সামরিক বাহিনী অন্যতম শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি। এ সময় তিনি সৈন্যদের বলেন, ‘‘আমরা যুদ্ধে আছি এবং হোম ফ্রন্টের প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা করাটা কঠিন। এই হামলার ফলাফল অত্যন্ত বেদনাদায়ক।
আরও পড়ুন
হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেড প্রশিক্ষণ ঘাঁটিতে মুহুর্মুহু ড্রোন হামলা চালিয়েছে তারা। এর মধ্যে কিছু মনুষ্যবিহীন ড্রোনও রয়েছে; যেগুলো আগে কখনও ব্যবহার করেনি ইরান-সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠী। এসব ড্রোনের বেশিরভাগই ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা রাডার আমাদের ছোড়া ড্রোন শনাক্ত করতে ব্যর্থ হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহর চালানো ড্রোন হামলায় গোলানি ব্রিগেড প্রশিক্ষণ ঘাঁটিতে চার সৈন্য নিহত ও আরও সাতজন গুরুতর আহত হয়েছে। এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্র: এএফপি।
এসএস