বিমান চালানোর সময় হঠাৎ করে মাঝ আকাশে এক পাইলটের মৃত্যু হয়েছে। তার আকস্মিক মৃত্যুর পর তার্কিস এয়ারলাইন্সের বিমানটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জরুরি অবতরণ করে।

বুধবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রয়াত্ত বিমান সংস্থার মুখপাত্র ইয়াহিয়া উস্তুন।

তিনি বলেছেন, “স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উপকূলীয় শহর সিয়াটল থেকে আমাদের এয়ারবাস৩৫০… ফ্লাইট টিকে২০৪ বিমানটি উড্ডয়ন করে। এই সময় আমাদের পাইলট সিয়াটল থেকে ইস্তাম্বুলে আসার সময় বিমানে লুটিয়ে পড়েন।”

“প্রাথমিক চিকিৎসা ব্যর্থ হওয়ার পর অপর পাইলট এবং সহকারী পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। কিন্তু বিমান অবতরণের আগেই তার মৃত্যু হয়।”

মুখপাত্র আরও জানিয়েছেন, মাঝআকাশে মৃত্যু হওয়া ৫৯ বছর বয়সী এই পাইলট ২০০৭ সাল থেকে তার্কিস এয়ারলাইন্সে কাজ করছেন। গত মার্চে সর্বশেষ তার ফিটনেস পরীক্ষা করা হয়। কিন্তু ওই সময় তার স্বাস্থ্যগত কোনো সমস্যা ধরা পড়েনি। বিমানে কীভাবে তার আকস্মিক মৃত্যু হলো সেটি এখনো জানা যায়নি।

সূত্র: এএফপি

এমটিআই