ইরানের মিসাইল হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে ব্যাপক হামলা চালানো হবে।

সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে সাধারণ ইসরায়েলিরা কী ভাবছে সেটি তুলে ধরার চেষ্টা করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শেলি বারকান নামের এক শিক্ষিকা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিবিসিকে বলেছেন, “একদিকে আমাদের কঠোরভাবে জবাব দিতে হবে। কিন্তু অবশ্যই একজন বেসামরিক হিসেবে এটির পরিণতি নিয়ে আমি ভীত। আমি আশা করি প্রতিরক্ষা বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেবে।”

অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ড নিয়ে তৈরি হওয়া দখলদার ইসরায়েলের এই অবৈধ বসতিস্থাপনকারী শিক্ষিকা বলেছেন, উত্তরের বাসিন্দারা সমস্যায় আছে। তবে ইরানের ওই হামলার পর ইসরায়েলে বসবাস করতে পেরে আমি নিজেকে আরও গর্বিত মনে করছি।

জেরুজালেমের ৬৪ বছর বয়সী আরেকঅবৈধ বসতিস্থাপনকারী নাম প্রকাশ না করে বলেছেন, “ইরানের গত মঙ্গলবারের হামলা স্পষ্টভাবে যুদ্ধের ঘোষণা। কিন্তু আমাদের স্মার্ট জবাব দিতে হবে।”

পেশায় বিমানের ইঞ্জিনিয়ার ৬৪ বয়সী এই বৃদ্ধ বলেছেন, “জবাব এমন হতে হবে যেন এর জবাবে আবারও পাল্টা হামলা না হয়। এটিই এখন চ্যালেঞ্জের বিষয়।”

তেলআবিবের বাসিন্দা ইনবাল (৩২) নামের আরেক বসতিস্থাপনকারী ও মনোবিদ বলেছেন, “ইরানের মিসাইল হামলা ছিল খুবই ভয়ানক। আমি মনে করি না ইসরায়েল এই হামলায় চোখ বন্ধ করে থাকতে পারবে। যদিও আমি আতঙ্কিত যুদ্ধের পরিধি বাড়তে থাকবে। আমার মতে ইসরায়েলকে আবারও নির্ভূল হামলার মাধ্যমে নিজের শক্তি প্রদর্শন করতে হবে।”

সূত্র: বিবিসি

এমটিআই