হিজবুল্লাহর দাবি
ইরানি মিসাইল ইসরায়েলি ঘাঁটিতে আঘাত হেনেছে
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দখলদার ইসরায়েলের উপর চালানো ইরানের মিসাইল হামলা একটি ‘সফল’ অভিযান ছিল। এবং ইরান থেকে ছোড়া মিসাইল ইসরায়েলের একাধিক ঘাঁটিতে আঘাত হেনেছে।
নাম প্রকাশ না করার শর্তে হিজবুল্লাহর এই কর্মকর্তা আরও বলেছেন, ইরানি মিসাইল ঠেকানোর দিক দিয়ে অনেকটা ব্যর্থ হয়েছে ইসরায়েল। তিনি এই হামলার বিপরীতে ইসরায়েলিদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ‘দুর্বল’ হিসেব অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অনেক ইসরায়েলি সেনা হতাহত হয়েছে।
বিজ্ঞাপন
অন্য কোনো দেশের দ্বারা ক্ষয়ক্ষতির শিকার হলে সেগুলো চেপে যাওয়ার চেষ্টা করে দখলদার ইসরায়েল। ইরানের চালানো সর্বশেষ হামলায় নিজেরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি এখনো প্রকাশ করেনি ইসরায়েল।
ইসরায়েলি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ইরানের মিসাইলের আঘাতে পশ্চিমতীরে এক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তবে ওই ফিলিস্তিনি ইসরায়েলের প্রতিরক্ষা রকেটের আঘাতে প্রাণ হারিয়েছেন বলে ফিলিস্তিনি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।
সূত্র: আলজাজিরা
এমটিআই