ইরানের সম্ভাব্য হামলা মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষ বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, তারা আশঙ্কা করছেন, আজ মঙ্গলবার (১ অক্টোবর) যে হামলা হবে সেটি আকারে বড় হতে পারে। তিনি সাধারণ ইসরায়েলিদের বোমা আশ্রয়কেন্দ্রের কাছে অবস্থান করার আহ্বান জানিয়েছেন।

ইরানের হামলার শঙ্কার আগেই ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র হ্যাগারি জানিয়েছেন, লেবানের হিজবুল্লাহর রকেট হামলার কারণে সাইরেন বেজেছিল।

আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানায়, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। মার্কিনিদের এমন সতর্কতার পরই ইরানের হামলা মোকাবিলায় প্রস্তুতি নেওয়া শুরু করে দখলদার ইসরায়েল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমটিআই