লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর মেয়ে জয়নব নাসরুল্লাহও বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২।

গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। ওই সময় প্রাণ হারান হাসান নাসরুল্লাহসহ হিজবুল্লাহর আরও ২০ কমান্ডার।

তার মেয়ে জয়নব নাসরুল্লাহর মৃত্যুর তথ্যের সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি হিজবুল্লাহ বা লেবাননের সরকার।

জয়নব নাসরুল্লাহ বিভিন্ন সাক্ষাৎকারে হিজবুল্লাহর প্রশংসা করতেন এবং লেবাননের জন্য তার পরিবারের আত্মত্যাগের কথা বলতেন। তিনি একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন ১৯৯৭ সালে ইসরায়েলি বাহিনীর হাতে তার ভাই হাদি নাসরুল্লাহ প্রাণ হারিয়েছিলেন। কিন্তু তার বাবা-মা কেউ কাঁদেনি। তিনি বলেন, “যখন আমার ভাই হাদি শহীদ হয়েছিল, আমার মা-বাবা একট ফোটাও কাঁদেননি। শোকের বদলে তারা এটিকে গর্ব হিসেবে নিয়েছিলেন।”

এছাড়া তিনি বলেছিলেন, তাদের পরিবারের তুলনায় লেবাননের অন্যান্য পরিবারে বেশি শহীদ রয়েছে। যারা তাদের পরিবারের চেয়েও বেশি আত্মত্যাগ করেছে।

ইসরায়েলি প্রভাবশালী সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, জয়নবের মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: জেরুজালেম পোস্ট

এমটিআই