ভারতের মুম্বাইয়ে সন্ধ্যার দিকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে শহরটির অসংখ্য রাস্তাঘাট ডুবে গেছে। বৃষ্টির পরিমাণ এতই বেশি যে কিছু বিমানকে মুম্বাই ঢোকার আগে ফিরিয়ে দেওয়া হয়েছে।

স্পাইসজেট, ইন্ডিগো এবং ভিস্তারা এয়ারলাইন্স মাইক্রো ব্লগিং সাইট এক্সে ফ্লাইট ঘুরিয়ে দেওয়ার তথ্য জানিয়েছে।

ভিস্তারা বলেছে, তাদের হায়দরাবাদ থেকে মুম্বাইগামী ইউকে৫৩৪ ফ্লাইটটি উড়ার পর আবার হায়দরাবাদেই ফিরে আসছে। অপরদিকে দিল্লি থেকে মুম্বাইগামী আরেকটি ফ্লাইটকে হায়দরাবাদে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ বুধবার সন্ধ্যায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়। যা আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। যা মুম্বাই এবং এর আশপাশের অঞ্চলে প্রভাব ফেলবে বলে সতর্কতা দেয় তারা।

সর্বশেষ বিকাল ৫টার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানায়, মুম্বাইয়ে অতি ভারী বৃষ্টিপাত হবে। এরপর আকাশ ভেঙে নামে বৃষ্টি।  

এই অতি ভারী বৃষ্টির পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সেখানে ব্যাপক ট্রাফিক জ্যাম দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে যারা অফিস থেকে বাড়িতে ফিরছিলেন তারা সবচেয়ে সমস্যায় পড়েছেন।

বৃষ্টির কারণে লোকাল ট্রেনও বিলম্বে চলছে। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি আরও বহুগুণ বেড়েছে।

মুম্বাইয়ে গত কয়েকদিনে এমন ভারী বৃষ্টি হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। ফলে সেখানে কয়েকদিন ধরে গরম আবহাওয়া বিরাজ করছিল।

সূত্র: এনডিটিভি

এমটিআই