ভারতে ৬ বাংলাদেশি গ্রেপ্তার
ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে ছয়জন বাংলাদেশিকে গ্রেপ্তার করছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার রাজ্যের তিরুপ্পুর জেলার একটি বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের যৌথ অভিযানে দক্ষিণ তিরুপ্পুরের বাসস্ট্যান্ড থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে সবার আধারকার্ড ও অন্যান্য নথি যাচাই করে দেখা যায় ছয়জন বাংলাদেশি রয়েছেন।
বিজ্ঞাপন
পুলিশ প্রাথমিকভাবে জেনেছে, ওই বাংলাদেশিদের কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন
গ্রেপ্তার হওয়া ছয় বাংলাদেশির নাম প্রকাশ করেছে পুলিশ। তারা হলে— তানভীর (৩৯), রাশিব (৪৩), মোহাম্মদ আসলাম (৪১), মোহাম্মদ আল-ইসলাম (৩৭), মোহাম্মদ রুহুল আমিন (৩০) এবং শোভন শেখ (৩৮)। তারা সবাই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
আরও পড়ুন
পুলিশ জানিয়েছে, ওই ছয় বাংলাদেশিকে একটি নিটওয়্যার কারখানায় চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে তাদের চাকরি দেওয়া হয়নি। পরে তারা পালাধামে আরেকটি কারখানায় চাকরি নেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এমএসএ