জার্মানির কোলন শহরে বিস্ফোরণ
জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর কোলনে একটি বিস্ফোরণ হয়েছে। সোমবার সকালে হওয়া এই বিস্ফোরণে বড় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে অভিযান শুরু করেছে পুলিশ।
নর্থ রাইন ভেস্টফালিয়া রাজ্যের কোলন শহরের মাঝামাঝি এলাকা সোমবার সকালে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। বিস্ফোরণের পরই শহরটির কেন্দ্রের রুডলফপ্লাৎজ ও ফ্রিজেনপ্লাৎজ অঞ্চলের মধ্যকার সংযোগ-সড়ক বন্ধ করে দেওয়া হয়।
বিজ্ঞাপন
বিভিন্ন জার্মান সংবাদমাধ্যম ও বার্তাসংস্থা ডিপিএর খবর অনুযায়ী, সেখানে পুলিশের বড় ধরনের অভিযান চলছে।
কোলন শহরের হোহেনজলের্নরিং পাড়াটি মূলত ক্লাব, বার ও পাবের জন্য পরিচিত। সেই অঞ্চলেই বিস্ফোরণটি হয় বলে জানা গেছে। বিস্ফোরণের ফলে সেখানকার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেডিও কোলনের খবরে বলা হয়েছে, বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন, তবে আর কোনও সংবাদমাধ্যমে হতাহতের কোনও খবর আসেনি। এছাড়া কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি।
টিএম