সাধারণ মানুষ যেন কম দামে ইলিশ খেতে পারেন সেজন্য ভারতে সুস্বাদু এই মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ড.  ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এবারের নিষেধাজ্ঞার আগেও ২০১২ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করা হয়েছিল। মূলত ভারত তিস্তা নদীর পানির সুসম বণ্টন না করায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

তবে নয়াদিল্লি তিস্তার পানির সুরাহা না করলেও নিজ উদ্যোগে দুর্গাপূজা, পহেলা বৈশাখ এবং জামাইষষ্ঠীর সময় পশ্চিমবঙ্গে ইলিশ পাঠাতেন শেখ হাসিনা।

এরপর ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। পরবর্তীতে ২০২৩ সালের ২১ অক্টোবর ৯টি ট্রাকে করে ৪৫ টন ইলিশ পশ্চিমবঙ্গে যায়। ওই সময় ৭৯টি মৎস্য রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়।

তবে নতুন সরকার যেহেতু রপ্তানিতে পুনরায় নিষেধাজ্ঞা দিয়েছে সে কারণে এবার পশ্চিমবঙ্গে দুর্গাপূজার সময় ইলিশের দাম বাড়তে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

বর্তমানে পশ্চিমবঙ্গে বাংলাদেশের একটি এক থেকে দেড় কেজি ইলিশের দাম ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ রুপিতে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন এক খুচরা বিক্রেতা। যেখানে একমাস আগেও এমন একটি মাছ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার রুপিতে বিক্রি হতো।

সূত্র: দ্য মিন্ট, ইন্ডিয়া টুডে

এমটিআই