ভারতের ঝাড়খণ্ডের জমশেদপুরে অজগর সাপ নিয়ে খেলা দেখাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৬০ বছর বয়সী এক ব্যক্তি তার পোষা সাপকে নিজের গলায় রেখে খেলা দেখাচ্ছিলেন। তখন সাপটি তার গলা শক্ত করে চেপে ধরে। ওই সময় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হেমন্ত সিং নামের এই ব্যক্তি সাপের খেলা দেখিয়ে অর্থ উপার্জন করতেন। আজ বৃহস্পতিবার তিনি মাঙ্গো নামের একটি এলাকার ডিমনা সড়কে খেলা দেখাচ্ছিলেন।

মালিককে শ্বাসরোধ করে হত্যার পর অজগরটি হেমন্ত সিংয়ের গলা থেকে নিজেকে ছাড়িয়ে অন্যদিকে চলে যাওয়ার চেষ্টা করে। তবে পরবর্তীতে এক সাঁপুড়ে অজগরটিকে আবারও ধরে ফেলেন। এরপর এটিকে বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেন তিনি।

মাঙ্গো পুলিশের অফিসার-ইন-চার্জ নিরঞ্জন কুমার জানিয়েছেন, সাপের আক্রমণে নিহত ওই ব্যক্তির মরদেহ মর্গে রাখা আছে। পরিবারের কাছে হস্তান্তরের আগে মরদেহটির ময়না তদন্ত করা হবে।

সূত্র: এনডিটিভি

এমটিআই