হিমন্ত বিশ্বশর্মা

সব জল্পনার অবসান ঘটিয়ে আসামে নব নির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন সাবেক কংগ্রেস নেতা হিমন্ত বিশ্বশর্মা। রোববার (০৯ মে) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।

বিজেপির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, এই মেয়াদে বিধানসভায় সরকারি দলের নেতার ‍ভূমিকাও পালন করবেন হিমন্ত। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল আজ রোববার আসামের রাজ্যপাল জগদীশ মূখীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

গত বিধানসভা নির্বাচনের পর আসামের মুখ্যমন্ত্রী পদে আসীন হন রাজ্য বিজেপির নেতা সর্বানন্দ সানোয়াল; কিন্তু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা চলছিল আসাম বিজেপিতে। রাজ্য বিজেপির অভ্যন্তরের একাংশ সানোয়ালের পক্ষে ছিলেন, অপর অংশ ছিলেন বিশ্বকর্মার সমর্থক।

এরপর রোববার দুপুরে সর্বানন্দ সানোয়াল ও হিমন্ত বিশ্বশর্মা— দু’জনকেই ডেকে পাঠায় বিজেপির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ। বিজেপি সূত্রের খবর, বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও বিজেপির জেষ্ঠ্য নেতা অমিত শাহসহ পর্ষদের কয়েকজন নেতা উপস্থিতি ছিলেন।

পরে উভয়ের সঙ্গে আলোচনা শেষে হিমন্ত বিশ্বশর্মাকেই দলের সভাপতি হিসেবে মনোনীত করেন পর্ষদ নেতারা। বিজেপি সূত্র জানিয়েছে, সর্বানন্দ সানোয়াল নিজেও বিষয়টি সমর্থন করেছেন।

আসাম কংগ্রেসের নেতৃত্বে থাকা হিমন্ত দল বদল করে বিজেপিতে যোগ দেন ২০১৫ সালে। তার আগে তিনি তরুণ গগৈয়ের মন্ত্রিসভাতেও মন্ত্রী ছিলেন। তিনি যোগ দেওয়ার পরের বছরেই, ২০১৬ সালে আসামে বিপুল জয় পায় বিজেপি। তিন বার জিতে আসা গগৈয়ের সরকারকে পরাস্ত করে ক্ষমতায় আসে পদ্মফুল।

কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সানোওয়ালকে সেবার মুখ্যমন্ত্রী করে বিজেপি; কিন্তু ক্রমে সর্বানন্দের থেকে হিমন্তের প্রভাব বাড়তে থাকে আসামের রাজনীতিতে।

সদ্য শেষ হওয়া নির্বাচনে আসাম বিধানসভার ১২৬ টি আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৭৫ টি আসনে। অন্যদিকে, ৫০ টিতে জয়ী হয়ে প্রধান বিরোধী দলের আসনে বসেছে বাম-কংগ্রেস জোট।  

এসএমডব্লিউ