স্কুল থেকে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর। বাড়ি ফেরার পথে বিদ্যুতের খোলা তার সাইকেলে জড়িয়ে যাওয়ার পর বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।

এই ঘটনায় গুরুতর আহত হয়েছে তারই এক সহপাঠী। হাসপাতালে তার চিকিৎসা চলছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের কাডাপা শহরে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুতের তারে জড়িয়ে মৃত ওই শিশুর নাম তানভীর। আর এই ঘটনায় তার আহত সহপাঠীর নাম আদম। পরে গুরুতর আহত অবস্থায় আদমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, তানভীর এবং আদম নামে দুই স্কুল শিক্ষার্থী একই সাইকেলে করে স্কুল থেকে বাড়ি ফিরছিল। সাইকেল চালাচ্ছিল তানভীর। আর পেছনে বসে ছিল আদম। পথেই একটি জায়গায় বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে রাস্তার ওপরে ঝুলছিল। সেটি খেয়াল করেনি দুই শিক্ষার্থী। গল্প করতে করতে তারা ফিরছিল। একপর্যায়ে সেই তারই সাইকেলে জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয় দুই শিশু।

তাদের বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে স্থানীয়রা ছুটে আসেন। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় তানভীরের। আর গুরুতর আহত অবস্থায় আদমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

এদিকে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তাদের অভিযোগ, নিয়মিত এলাকা পরিদর্শনে আসেন না বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে রাস্তায় পড়ে ছিল। এই ঘটনা অন্য কারও সঙ্গেও ঘটতে পারত।

এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ডিশ টিভির তারের সঙ্গে বিদ্যুতের খোলা তার জড়িয়ে থাকাতেই এই দুর্ঘটনা ঘটেছে।

টিএম