ফ্রান্সে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ
ফ্রান্সে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এরপর বিমানগুলো মাটিতে আছড়ে পড়ে। বুধবার (১৪ আগস্ট) দেশটির বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। দুই যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে দেশটির উত্তরপূর্বাঞ্চলে।
রাফায়েলের তৈরি বিমানগুলো সেইন্ট ডিজিয়ার বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এরপর এগুলো দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছেন প্যারিসে কর্মরত বিমানবাহিনীর এক মুখপাত্র।
বিজ্ঞাপন
আরও পড়ুন
দুই বিমানের মধ্যে এক বিমানের পাইলট দুর্ঘটনার আগে বিমান থেকে নিরাপদে বেরিয়ে যেতে সমর্থ হন। কিন্তু অপর বিমানের একজন প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী পাইলট এখনো নিখোঁজ রয়েছেন। এই দুইজনকে খুঁজে বের করতে অভিযান চলছে।
রাফায়েলের এসব যুদ্ধবিমান বিশ্বের অত্যাধুনিক যুদ্ধবিমানের মধ্যে অন্যতম। ফ্রান্সের কাছ থেকে বিশ্বের অনেক দেশ এসব দামী বিমান কিনে থাকে।
সূত্র: এএফপি
এমটিআই