জলপাইগুড়ি সীমান্তে আটকে দেওয়া হলো ১২০০ বাংলাদেশিকে

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ২০০ বাংলাদেশিকে আটকে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার বাংলাদেশের পঞ্চগর জেলা লাগোয়া ভারতের জলপাইগুড়ির সীমান্তে  তাদের আটকে দেয় ভারতীয় ওই সীমান্তরক্ষী বাহিনী। তারা এখন সীমান্তের জিরো লাইনে অবস্থান করছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

দেশটির সংবাদমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে বলেছে, জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছেন হাজার হাজার বাংলাদেশি। সেখান থেকে প্রায় ১ হাজার ২০০ জন বাংলাদেশির প্রবেশ আটকে দিয়েছে বিএসএফ।

‘‘কাঁটাতার না থাকায় চিলডাঙা গ্রামে জিরো পয়েন্টে ঢোকার চেষ্টা করছিলেন বাংলাদেশিরা। সীমান্ত পার হওয়ার আগেই অনুপ্রবেশকারীদের আটকে দেয় বিএসএফ। অনুপ্রবেশ রুখতে গ্রামে গ্রামে গিয়ে সতর্ক করছে বিএসএফ।’’

বিএসএফের ৯২ ব্যাটালিয়নের কমান্ডার স্থানীয় ভারতীয় গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেছেন। এসময় বাংলাদেশিদের অনুপ্রবেশের বিষয়ে তাদের সতর্ক করে দিয়েছেন তিনি। সীমান্তের সবদিকে নজর দেওয়ার পরামর্শও দিয়েছেন। এলাকায় নতুন কাউকে দেখা গেলে তার সঙ্গে স্থানীয়দের কথা বলার পরামর্শ দেন তিনি; যাতে অনুপ্রবেশকারীদের চেনা যায়।

এদিকে বিজিবি সদর দপ্তর জানিয়েছে, তারা (বাংলাদেশিরা) সীমান্ত পার হওয়ার চেষ্টায় ছিলেন। তাদের প্রবেশ আটকে দেওয়া হয়েছে। কিন্তু তারা আটক নন। তারা এখন সীমান্তের জিরো লাইনে অবস্থান করছেন।

এসএস