প্রত্যাশা ব্লিংকেনের
গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে বাংলাদেশ
বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে বলে প্রত্যাশা করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বাংলাদেশের সম্ভাব্য অন্তবর্তীকালীন সরকার নিয়ে এ প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যানাপোলিস শহরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে অ্যান্টনি ব্লিংকেন বলেন, “বাংলাদেশের অন্তবর্তী সরকার যে সিদ্ধান্তই নিক না কেন, আমরা প্রত্যাশা করছি যে তারা গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধাশীল হবে; আইনের শাসন প্রতিষ্ঠিত করবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।”
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওউং এ সময় ব্লিনকেনের সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি বলেন,“আমরা বাংলাদেশের রাজনৈতিক দল ও পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে গত কয়েক সপ্তাহে সেখানে সহিংসতার যত ঘটনা ঘটেছে, সেসবের নিরপেক্ষ তদন্ত আমরা চাই।”
শিক্ষার্থী-জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশের চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে রয়েছেন তিনি।
এই পদত্যাগের সঙ্গে সঙ্গে পতন হয়েছে তার নেতৃত্বাধীন সরকারেরও। বাংলাদেশে বর্তমানে অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। সেই সরকারে প্রধান হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের।
তিনিও এতে সম্মতি দিয়েছেন। বর্তমানে বিদেশে অবস্থান করছেন ড. মুহম্মদ ইউনূস আজ রাতে বা কাল সকালে ঢাকায় নামবেন তিনি।
সূত্র : এএফপি
এসএমডব্লিউ