ভূমিধসে রাতারাতি নিশ্চিহ্ন পুরো গ্রাম, প্রাণের অস্তিত্বটুকু নেই!
ভারতের কেরালার ওয়েনাদ জেলায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েছে। রাজ্যের রাজস্ব দপ্তর জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭ জনে।
গত মঙ্গলবার থেকে উদ্ধার অভিযান চলছে। পুরো শহর নিশ্চিহ্ন হয়ে গেছে, শত শত মানুষ আটকে পড়েছেন। উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী, নৌবাহিনী, এনডিআরএফ ও পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার কেরালার পাহাড়ঘেঁষা ওয়ায়ানাদ জেলায় ব্যাপক ভূমিধস হয়। চুড়ামালা গ্রামের প্রায় সব বাড়িঘর ও দোকানপাট ধ্বংসস্তূপে চাপা পড়ে যায়। গ্রাম জুড়ে হাহাকার। এখনো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে গাড়ি ও দুই চাকা।
কেরালার ওয়েনাদ জেলার মেপ্পাদি পঞ্চায়েতের পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে গ্রামটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ভোর হতে না হতেই গ্রামের চেহারা একেবারে বদলে যায়। হড়পা বান ও ভূমিধসে ভেগে যায় একটি বাগানের শ্রমিকদের কোয়ার্টার। পাশাপাশি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বড় অংশও ধ্বংসস্তূপে পরিণত হয়। স্কুলের অধ্যক্ষ জানান, প্রায় দুই ডজন ছাত্র নিখোঁজ রয়েছে।
গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিধস প্রবণ এলাকা না হওয়ায় এমন বিপর্যয় তারা কখনই আশা করেননি। মালাপ্পুরম জেলার নীলাম্বুর অঞ্চলে কয়েক কিলোমিটার দূরে গ্রামের বেশ কিছু লোক ভেসে গেছে, অনেক মরদেহ উদ্ধার করা হয়েছে।
পাঁচজন আত্মীয়কে হারিয়েও বেঁচে গেছেন ডলি নামের এক নারী। তিনি বলেন, কর্তৃপক্ষ যদি মুন্ডাক্কাই থেকে আরও বেশি লোককে স্থানান্তরিত করত, তাহলে প্রাণহানি এড়ানো যেত।
তিনি আরও বলেন, সোমবার সকালেই, আমার স্বামী জোস এবং আমি সুলতান বাথেরি শহরে গিয়েছিলাম। অন্যথায়, আমরাও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যেতাম।
কেএ