ইন্দোনেশিয়ায় অভিযান
পর্যটকদের প্রতারণা করে খাওয়ানো হলো কুকুরের মাংসের কাবাব
ইন্দোনেশিয়ায় বেড়াতে যাওয়া অস্ট্রেলিয়ার পর্যটকদের কুকুরের মাংসের কাবাব খাওয়ানো হয়েছে। সম্প্রতি এক তদন্তে উঠে এসেছে এই ভয়াবহ তথ্য।
এরপর গত বৃহস্পতিবার দেশটির রাজধানী বালিতে অভিযান চালিয়ে কুকুরের কয়েকশ কেজি কাঁচা মাংস ও কাবাব জব্দ করা হয়। ইন্দোনেশিয়ায় কুকুরের মাংস নিষিদ্ধ হলেও অবৈধভাবে অনেকে এগুলো মানুষকে খাওয়ায়।
বিজ্ঞাপন
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে বালির জেম্ব্রানাতে শুধুমাত্র কুকুরের ৫০০টি কাবাব এবং ৫৬ কেজি কাঁচা মাংস জব্দ করা হয়েছে।
বালির পাবলিক অর্ডার এজেন্সির প্রধান দিয়া নাইয়োমান ধর্মাদি জানিয়েছেন, যারা কুকুরের মাংস বিক্রি করছে তাদের এখন সতর্ক করা হচ্ছে। এরপরও যদি তারা বিক্রি অব্যাহত রাখা হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেছেন, “কুকুরের মাংস কোনো খাবার নয়। এটির মাধ্যমে রোগ বালাই ছড়াতে পারে। কুকুরের মাংস স্বাস্থ্যকর এমন কুসংস্কারে কেউ বিশ্বাস করবেন না। এটি ভুল।”
আরও পড়ুন
সাধারণত যেসব প্রাণীর মাংস মানুষ খেয়ে থাকে সেগুলো লালন পালন করা হয়। কিন্তু কুকুরের মাংসের ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা পোষা কুকুর চুরি, এলাকার কুকুর অথবা রাস্তার কুকুরকে ধরে নিয়ে গিয়ে সেগুলো হত্যা করে। এরপর সেগুলো মানুষের কাছে বিক্রি করে।
বিশ্বব্যাপী কুকুর এবং বিড়ালের মাংস খাওয়াকে একটি নিন্দনীয় বিষয় হিসেবে দেখা হয়। বিশ্বের বেশিরভাগ দেশেই এগুলো নিষিদ্ধ।
সূত্র: এএফপি
এমটিআই