যুক্তরাষ্ট্রের উটাহতে বাড়ির পাশে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্তের সময় বাড়ির ভেতর মানুষ ছিলেন। যদি এটি তাদের উপর আছড়ে পড়ত তাহলে ঘটনা অন্যরকম হতে পারত।

গত বুধবার (২৪ জুলাই) স্থানীয় সময় দুপুর ৩টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়া বিমানটি দুই ইঞ্জিনের পিএ-৩৪ মডেলের একটি ছোট বিমান।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বিমানটি যে বাড়ির পাশে বিধ্বস্ত হয়েছে সেখানে থাকেন অ্যান্থনি বোগের পরিবার।

সিসিটিভির ফুটেজে বিমান দুর্ঘটনার বিষয়টি ধরা পড়েছে। এতে দেখা যাচ্ছে, বিমানটি ঘাসযুক্ত জমিতে আছড়ে পড়ছে এবং বাড়িটির গাড়ির গ্যারেজের খুব কাছাকাছি পর্যন্ত চলে এসেছে। ওই সময় আশপাশের প্রতিবেশীরা বিমানে থাকা ব্যক্তি ও ওই বাড়ির মানুষদের সহায়তার জন্য দ্রুত এগিয়ে আসেন।

যে সময় বিমানটি বিধ্বস্ত হয় তখন অ্যান্থনি বাগ বাইরে কাজে ছিলেন। তাকে তার স্ত্রী দুর্ঘটনা সম্পর্কে জানান। এরপর দ্রুত সময়ের মধ্যে তিনি বাড়িতে ফিরে আসেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যখন বিমানটি বিধ্বস্ত হয় তখন এটির ভেতর শুধুমাত্র দুইজন ব্যক্তি ছিলেন। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়লেও তারা খুব বেশি আহতও হননি। এখনো চিকিৎসাধীন থাকায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। কিন্তু বিমান বিধ্বস্ত হয়ে একটি বাড়ি ও কয়েকটি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানের যাত্রী ছাড়া আর কেউ এ ঘটনায় আহত হননি।

অ্যান্থনি বাগ জানিয়েছেন, এই দুর্ঘটনার পর থেকে তার ছেলেমেয়ে ও স্ত্রীরা আতঙ্কে আছেন। তিনি আরও জানিয়েছেন, কয়েক বছর আগে বিমান দুর্ঘটনায় তাদের কয়েকজন আত্মীয় নিহত হন। এ কারণে এ বিষয়ে আগে থেকেই তারা বেশ ভীত।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

এমটিআই