ওমানে মসজিদের পাশে গোলাগুলিতে চারজন নিহত
ওমানের রাজধানী মাসকাটে একটি মসজিদের পাশে চালানো গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।
দেশটির পুলিশ এক বিবৃতিতে বলেছে, “মঙ্গলবার ১৬ জুলাই সকালে ওয়াদি আল কবির এলাকায় একটি মসজিদের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ সদস্যরা গিয়েছিলেন।”
বিজ্ঞাপন
তারা আরও বলেছে, “হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে প্রমাণ সংগ্রহ এবং তদন্ত করা হচ্ছে।”
গোলাগুলির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বার্তাসংস্থা এএফপি ভিডিওটির সত্যতা যাচাই করেছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ফজরের নামাজের সময় মসজিদে অনেক মানুষ জড়ো হয়েছেন। ওই সময় হঠাৎ করে গুলির শব্দ শোনা যায়। তখন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া অনেকে আশ্রয় নেওয়ার চেষ্টাও করেন। গুলি চলাকালীন পুলিশের সাইরেনের শব্দও শোনা যায়।
হতাহতদের মধ্যে পাকিস্তানিরা রয়েছে বলে জানিয়েছে দেশটির দূতাবাস। তবে কতজন আহত হয়েছেন সেটি এখনো নিশ্চিত করেনি তারা।
ওমানে এ ধরনের হামলার ঘটনা খুবই বিরল। কে বা কারা মসজিদের পাশে হামলা চালিয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
সূত্র: এএফপি
এমটিআই