২০২৩ সালে রেকর্ড সংখ্যক অভিবাসী আগমনের জেরে জনসংখ্যার উল্লম্ফন ঘটেছে যুক্তরাজ্যের দুই রাজ্য ইংল্যান্ড এবং ওয়েলসে। দেশটির সরকারি পরিসংখ্যান দপ্তর সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের গোটা বছর এ দুই রাজ্যে আগমন ঘটেছে মোট ৬ লাখ ১০ হাজার অভিবাসীর। এর আগে ১৯৪৮ সালের পর কোনো এক বছরে এত সংখ্যক অভিবাসীর আগমন ঘটেনি। এই বিপুল সংখ্যক অভিবাসীর আগমনের জেরে ২০২৩ সালের মাঝামাঝি পর্যায়ে যুক্তরাজ্যের মোট জনসংখ্যা পৌঁছেছিল ৬ কোটি ৯০ লাখে। এটিও একটি রেকর্ড। কারণ এর আগে কখনও জনসংখ্যা এত সংখ্যক বাড়েনি।

তবে ২০২৩ সালে দেশটিতে অভিবাসী আগমনের হার আগের বছরের তুলনায় হ্রাস পেয়েছে। পরিসংখ্যান দপ্তরের রেকর্ড অনুযায়ী, ২০২২ সালে যুক্তরাজ্যে রেকর্ড ৭ লাখ ৬৮ হাজার অভিবাসীর আগমন ঘটেছিল। ২০২৩ সালে তা ১০ শতাংশ কমে পৌঁছায় ৬ লাখ ২২ হাজারে।

২০২২ সালে যুক্তরাজ্যের মোট জনসংখ্যা ছিল ৬ কোটি ৮৫ লাখ। ২০২৩ সালের পুরো বছরের জনসংখ্যার তথ্য এখনও জানায়নি পরিসংখ্যান বিভাগ।

পরিসংখ্যান দপ্তরের তথ্য আরও বলছে, যুক্তরাজ্যের মোট জাতীয় উৎপাদন বা জিডিপি ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে হ্রাস পেয়েছে দশমিক ৭ শতাংশ। কিন্তু এই হ্রাসের ঘটনা অভিবাসীদের আগমনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারেনি।

যুক্তরাজ্যে রাজনৈতিক ও সামাজিকভাবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু অভিবাসীদের আগমণ নিয়ন্ত্রণ। ২০১০ সালে এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল কনজারভেটিভ পার্টি। সদ্য শেষ হওয়া নির্বাচনে ভূমিধস বিজয় পাওয়া লেবার পার্টিও অভিবাসী ইস্যুতে পূর্বসূরী কনজারভেটিভ পার্টির মতো কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে।

সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড

এসএমডব্লিউ