দখলদার ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন হামাসের প্রভাবশালী কমান্ডার রাফি সালামা। তিনি হামাসের খান ইউনিস ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন।

গতকাল শনিবার (১৩ জুলাই) গাজা সিটির আল-মাওয়াসিতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। পরবর্তীতে তারা জানায় হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ এবং রাফি সালামাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ধারণা করা হচ্ছে মোহাম্মদ দেইফ হামলা থেকে বেঁচে গেছেন। তবে ভয়াবহ এই হামলায় রাফি সালামাসহ অন্তত ৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এটিকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে।

অবশ্য হামাস এখন পর্যন্ত রাফি সালামার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। আজ রোববার ইসরায়েলের গোয়েন্দা বাহিনী এক যৌথ বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে।

তবে মোহাম্মদ দেইফ যে বেঁচে গেছেন সেটি জানিয়েছে হামাস। তারা দাবি করেছে, হামলার সময় দেইফ সেখানে ছিলেন না।

গত ১০ মাস ধরে হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে। এখন পর্যন্ত এ যুদ্ধে প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলিদের ধ্বংসযজ্ঞ থামাতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দেশগুলো হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি করার চেষ্টা চালাচ্ছে।  

ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিলেও তারা গাজায় বর্বরতা বন্ধ করেনি।

সূত্র: আলজাজিরা

এমটিআই