পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৩ জুলাই) বিকেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক বন্দুকধারী। তবে ভাগ্য ভালো হওয়ায় গুলিটি তার ডান কানে এসে লাগে।

গুলিবিদ্ধ হওয়ার পর ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। তখন তারা জানান বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। এরপর ট্রাম্পকে তুলে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন তারা।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ওই মুহূর্তের একটি অডিও পাওয়া গেছে। এতে শোনা গেছে সিক্রেট সার্ভিসের এক সদস্য ট্রাম্পকে বলছেন, ‘দাঁড়ান’, আরেকজন বলছেন, ‘সিঁড়ি প্রস্তুত আছে।’

দাঁড়ানোর পর ট্রাম্প সিক্রেট সার্ভিসের সদস্যদের প্রথম বলেন, “আমাকে জুতা পরতে দিন, আমাকে জুতা পরতে দিন” তখন এক নিরাপত্তারক্ষী বলেন, “স্যার আপনাকে জুতা পরিয়েছি।” তখন ট্রাম্প আবার বলেন, “আমাকে জুতা পরতে দিন।”

তখন আরেক নিরাপত্তারক্ষী বলেন, “দাঁড়ান, আপনার মাথা রক্তাক্ত।” ওই সময়ও ট্রাম্প বলতে থাকেন, “আমাকে জুতা পরতে দিন।” ওই সময় নারী নিরাপত্তারক্ষী বলেন, “ঠিক আছে।”

উঠে দাঁড়িয়ে ট্রাম্প সমর্থকদের তার হাতের মুষ্টি দেখান। এরপর ‘লড়াই করুন’ পরপর তিনবার এ কথাটি বলেন তিনি।

এরপর ট্রাম্পকে মঞ্চ থেকে নামিয়ে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান সিক্রেট সার্ভিসের সদস্যরা।

সূত্র: সিএনএন

এমটিআই