মেট্রোতে দুইজনের মারামারি থামাতে গিয়ে চড় খেলেন আরেকজন (ভিডিও)
দিল্লি মেট্রো— ভারতের রাজধানী নয়াদিল্লির প্রাণ। এই মেট্রোতে করে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। বিভিন্ন কারণে বার বার আলোচনায় আসে মেট্রোটি।
এবার দিল্লি মেট্রো আলোচনায় এসেছে দুই ব্যক্তির মারামারি নিয়ে। যেখানে মারামারি থামাতে গিয়ে চড় খেয়েছেন আরেকজন।
বিজ্ঞাপন
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, দুই ব্যক্তি টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে একেঅপরকে কিল ঘুষি ও থাক্কা মারছেন। এক পর্যায়ে নীল রঙের শার্ট পরা এক ব্যক্তি তাদের থামাতে এগিয়ে আসেন। তবে যে দুজন মারামারি করছিলেন তাদের মধ্যে একজন তাকেই চড় মেরে বসেন। চড় খেয়ে যেন নীল শার্ট পরা ব্যক্তি হতভম্ব হয়ে যান।
— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 10, 2024
এ নিয়ে নেটিজেনরা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। এক্সে একজন লিখেছেন, “কেন মানুষ মারামারি থামাতে যায় না এটির কারণ হলো নীল রঙের শার্ট পরা ব্যক্তি। এই আংকেল প্রমাণ করেছেন কেন কারও এগিয়ে যাওয়া উচিত নয়। কেন তৃতীয় আংকেলকে পেটানো হলো?।”
আরেকজন লিখেছেন, “নীল শার্ট পরা ব্যক্তি আসলে তাকে বাঁচাচ্ছিল এবং তিনি চড় খেয়েছেন।” অপর একজন লিখেছেন, “পরিস্থিতি ঠান্ডা করার বদলে নিরাপত্তা বাহিনী শুধুমাত্র চেয়ে দেখছিল।”
সূত্র: এনডিটিভি
এমটিআই