নাইজেরিয়ায় ক্লাস চলাকালীন অবস্থায় ধসে পড়েছে একটি দোতালা স্কুল। গতকাল শুক্রবার (১২ জুলাই) এই ঘটনা ঘটে। স্কুলটি ধসে পড়ার পর সেটির নিচে প্রায় ১২০ জন চাপা পড়েন। স্থানীয় একটি টিভি চ্যানেল জানিয়েছে স্কুল ধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

প্লাতেউ রাজ্যের সেইন্টস অ্যাকাডেমি কলেজে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি কতজন শিক্ষার্থী এবং শিক্ষক নিহত এবং আহত হয়েছেন। কিন্তু স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে নিহতদের পাশাপাশি ২৬ জনকে একটি নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উদ্ধাকারী, স্বাস্থ্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তারা জানিয়েছে, বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছেন।

প্লাতেউর তথ্য কমিশনার মুসা আসোমস এক বিবৃতিতে বলেছেন, “প্রায় ১২০ জন আটকা পড়েছিলেন। অনেককে উদ্ধার করা হয়েছে।” তিনি জানিয়েছেন, আহতরা যেন দ্রুত চিকিৎসা পান সেজন্য স্থানীয় হাসপাতালগুলোকে কোনো ধরনের কাগজপত্র ও অর্থ ছাড়া চিকিৎসা দিতে সরকার নির্দেশনা দিয়েছে।

রাজ্য সরকার এই ঘটনায় স্কুলের ‘দুর্বল কাঠামো এবং নদীর পাশে অবস্থিত’ হওয়ার বিষয়টিকে দোষারোপ করেছে। যেসব স্কুলের কাঠামো দুর্বল হয়ে পড়েছে সেগুলো বন্ধ করে দিতে আহ্বান জানিয়েছে তারা।

ঘটনাস্থলে জড়ো হয়েছেন অনেক গ্রামবাসীও। তাদের মধ্যে কেউ কেউ কাঁদছিলেন। অনেকে সহায়তা করছিলেন। এক নারীকে দেখা যায় তিনি ধসে পড়া স্কুলের কাছে যেতে চাইছেন। ওই সময় তাকে পেছন থেকে অন্যরা টেনে ধরেন।

সূত্র: এপি আবুজা

এমটিআই