একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ছুরি হামলায় ভারতের আসামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। ১৬ বছর বয়সী ওই শিক্ষার্থী ক্লাসের ভেতর সবার সামনে শিক্ষকের উপর ছুরি দিয়ে হামলা চালায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল শুক্রবার (৬ জুলাই) শিবসাগর বিভাগে এই ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষক রসায়ন পড়াতেন।

ছুরি হামলার দিন তিনি ওই শিক্ষার্থীকে বকাঝকা করেন ও স্কুলে বাবা-মাকে নিয়ে আসতে নির্দেশ দেন। এরপর ওইদিন বিকেলে শিক্ষার্থীটি স্কুলের পোশাক ছাড়া আসে। ওই সময় শিক্ষক তাকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলেন। এরপরই সে ছুরি দিয়ে নিজ শিক্ষককে উপর্যুপুরি আঘাত করতে থাকে।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী এনডিটিভিকে বলেছে, “অভিযুক্ত শিক্ষার্থী স্কুলের পোশাক ছাড়া আসে। তখন রসায়ন স্যার তাকে বের হয়ে যেতে বলেন। কিন্তু শিক্ষার্থীটি কথা না শোনায় তিনি তাকে জোরে ধমক দেন।”

“ধমকের পরপরই সে ছুরি দিয়ে স্যারের মাথায় আঘাত করে। আমরা জানতাম না তার কাছে ছুরি ছিল। আমাদের স্যার মেঝেতে পড়ে ছিলেন এবং তার শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

প্রকাশ্যে শিক্ষককে হত্যা করা ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

এমটিআই