২০২৫ সালের বাজেটের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান জামায়াত ইসলামী। দলটি সমর্থকদের আগামী ১২ জুলাই ইসলামাবাদে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে। ওইদিন ‘উচ্চ কর এবং বিদ্যুতের দাম অত্যাধিক বৃদ্ধির’ বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে সমর্থকদের অনুরোধ জানিয়েছেন পাকিস্তান জামায়াত ইসলামীর প্রধান নেতা হাফিজ নাঈমুর রেহমান।

বিক্ষোভের ব্যাপারে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছে দলটি। তারা জানিয়েছে, ‘উচ্চ কর এবং বিদ্যুতের দাম বৃদ্ধির বিক্ষোভে কর্মসূচিতে নেতৃত্ব দেবেন হাফিজ নাঈমুর।

দুই সপ্তাহ আগে শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার ২০২৫ সালের বাজেট উত্থাপন করে। যা প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অনুমোদন দিয়েছেন। তবে শুরু থেকেই এই বাজেটের বিরোধীতা করে আসছে পাকিস্তানের বিরোধী দলগুলো।

পাকিস্তান জামায়াত ইসলামীর প্রধান দাবি করেছেন করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। অন্যদিকে অভিজাত শ্রেণীকে এর বাইরে রাখা হয়েছে।

এই বিক্ষোভের মাধ্যমে কর ও বিদ্যুতের দাম কমাতে সরকারকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর নেতা।

সূত্র: দ্য ডন

এমটিআই