অং সান সু চি (ফাইল ছবি)

মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন জান্তার একজন মুখপাত্র। সামরিক হেফাজতে থাকা সু চির জন্মদিন ছিল বুধবার। তিনি ৭৯ বছরে পা রাখলেন।   

সু চিকে তিন বছরের বেশি সময় ধরে বন্দী করে রেখেছে মিয়ানমারের জান্তা সরকার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চির নেতৃত্বাধীন দলের নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। 

বিস্তারিত কিছু না জানালেও জান্তার মুখপাত্র জাও মিন তুন এএফপিকে বলেন,  আমি যতদূর জানি তিনি সুস্থ আছেন। 

রাজধানী নেপিদোতে বিশেষভাবে নির্মিত একটি কারাগারে সু চিকে আটক রাখা হয়েছে।

সু চিকে বর্তমানে কোথায় রাখা হয়েছে জান্তা মুখপাত্র অবশ্য তা নির্দিষ্ট করে বলেননি। এপ্রিলে নেপিদোর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস উঠলে জান্তা জানিয়েছিল— সু চির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।  

অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক জনপ্রিয় সু চিকে আড়ালে রাখা হয়েছে। আদালতের কার্যক্রম চলাকালীন শুধুমাত্র রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তোলা ছবিতে দেখা গেছে তাকে।  

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে বিচার চলাকালীন সু চি মাথা ঘোরা, বমিতে ভুগেছেন। দাঁতে সংক্রমণের কারণে মাঝে কিছুদিন তিনি খেতেও পারছিলেন না। 

সু চির ছেলে কিম অ্যারিস বুধবার এএফপিকে বলেছেন যে তিনি তার মায়ের বিষয়ে চিন্তিত।   

২০২০ সালের নির্বাচনে বড় ব্যবধানে জিতেছিল সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। তবে ওই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।   

মিয়ানমার সেনাবাহিনীকে এখন বিদ্রোহীদের সঙ্গে শক্ত লড়াই করতে হচ্ছে।  

সূত্র : এএফপি। 

এনএফ