হজ পালন করতে আরাফাতের ময়দানে জড়ো হয়েছেন লাখ লাখ হজযাত্রী। শনিবার (১৫ জুন) ভোরে মিনা থেকে আরাফাতে আসা শুরু করেন তারা।

আজ সারাদিন আরাফাতেই অবস্থান করবেন এসব হজযাত্রী। এরপর সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন তারা। সেখানে রাত্রিযাপন শেষে তারা ফের মিনায় ফিরে যাবেন।

সৌদির বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, হজযাত্রীরা জাবালে রহমত পাহাড়ে উঠেছেন। এই পাহাড়ে উঠেই বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন শেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ)।

হযরত মোহাম্মদ (সাঃ) যেভাবে হজ করে গেছেন এখনো ঠিক সেই একইভাবে হজ পালিত হয়ে থাকে। যদিও আগে হজ পালন কষ্টকর হলেও এখন প্রযুক্তির সহায়তায় তা অনেকটা সহজ হয়ে গেছে।

হযরত মোহাম্মদ (সাঃ) আরাফাতের ময়দান থেকে নিজের জীবনের শেষ ভাষণটি দিয়েছেন। ইসলামের আলোতে আলোকিত হয়ে কীভাবে জীবনযাপন করতে হবে সেসব দিকনির্দেশনা দিয়ে গেছেন তিনি। এ কারণে হজ ছাড়াও আরাফাতের ময়দান মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান।

এদিকে এ বছর ২০ লাখের বেশি মানুষ হজ করছেন বলে ধারণা করা হচ্ছে। সৌদির সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, গতকাল শুক্রবার হজের প্রথম দিন মিনায় উপস্থিত হন ২০ লাখেরও বেশি হজযাত্রী। এরপর তারা সেখানে সারাদিন অবস্থান করেন। মিনা থেকে ভোরে দলে দলে আরাফাতে আসেন এই ২০ লাখ মানুষ।