আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় নৌকাডুবিতে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে শনিবার প্রদেশের সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নানগারহার প্রদেশের তথ্য বিভাগের প্রধান কুরাইশি বাদলুন বলেছেন, শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে পূর্ব নানগারহারের মোমান্দ দারা জেলার বাসাউল এলাকায় নদীতে নারী ও শিশুদের নিয়ে একটি নৌকা ডুবে গেছে।

নৌকাডুবির এই ঘটনায় পাঁচজন বেঁচে গেছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। কর্তৃপক্ষ ওই এলাকায় একটি মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স পাঠিয়েছে বলে নানগারহার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগ জানিয়েছে।

প্রদেশের সরকারি কর্মকর্তারা বলেছেন, নৌকাডুবির এই ঘটনায় অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

স্থানীয় গণমাধ্যম বলেছে, কাছাকাছি কোনো সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দারা প্রায়ই বৈরী পরিস্থিতিতে নৌকা ব্যবহার করে নদী পার হন।

সূত্র: এএফপি।

এসএস