ছবি : সংগৃহীত

বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেলের ৮০ লাখ ৬০ হাজার টাকা বিল মেটায়নি কেন্দ্রীয় সরকার। টানা এক বছরেরও বেশি সময় ধরে এই বিল বকেয়া রয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আপ্যায়নের জন্য জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষকে (এনটিসিএ) ওই বিল পাঠিয়েছিলেন কর্ণাটকের মাইসুরুর সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ। 

রোববার (২৬ মে) সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১ জুনের মধ্যে বকেয়া বিল না পেলে তারা আদালতের দ্বারস্থ হবেন।

এই পরিস্থিতিতে কর্ণাটকের বন ও পরিবেশমন্ত্রী ও কংগ্রেস নেতা ঈশ্বর খাণ্ডারে বলেন, আমরা ওই হোটেলের বিল মিটিয়ে দেবো।

গত বছর এপ্রিলে মাইসুরুতে ‘প্রজেক্ট টাইগার’ প্রকল্পের ৫০ বছর পূর্তি উৎসবে যোগ দিতে গিয়েছিলেন মোদি। সেসময় বিধানসভা ভোটের কারণে কর্নাটকে নির্বাচনী আচরণবিধি চালু থাকায় রাজ্য সরকার আয়োজকের তালিকায় থাকতে পারেনি। এনটিসিএ এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রণালয় ছিল আয়োজনে।

৯ থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলা উৎসবে যোগ দিতে এসে মাইসুরুর ওই পাঁচতারা হোটেলে ছিলেন মোদি।

কংগ্রেস নেতা খাণ্ডারে জানান, প্রাথমিকভাবে ঠিক হয়েছিল পুরো অনুষ্ঠানের জন্য তিন কোটি টাকা ব্যয় হবে। কিন্তু পরে তা বেড়ে দাঁড়ায় ৬ কোটি ৩০ লাখে।

তিনি বলেন, আমরা ৩ কোটি টাকা দেবো। বাকি টাকা কেন্দ্রীয় সংস্থা এনটিসিএকে দিতে হবে। যদিও একটি সূত্র জানাচ্ছে, এনটিসিএ কর্তৃপক্ষ ইতোমধ্যেই চিঠিতে জানিয়েছে, কর্ণাটক সরকারকেই পুরো বিল দিতে হবে।

পিএইচ