বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি শক্তি সঞ্চার করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর রেমালনামের এ ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকার ওপর দিয়ে যাবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)

আজ শুক্রবার সর্বশেষ বুলেটিনে, সংস্থাটি নির্দিষ্ট করে বলেছে, আগামী ২৬ মে (রোববার) মধ্যরাতে বাংলাদেশের পটুয়াখালী জেলার খেপুপাড়া এবং কলকাতার সাগর দ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে।

ওই সময় এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। উপকূলে আছড়ে পড়ার সময় ঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ১১০ থেকে ১২০ কিলোমিটারের মধ্যে। আর ঝড়ো বাতাসের গতি থাকবে ১৩০ কিলোমিটার।

ভারতীয় আবহাওয়া বিভাগ ঘূর্ণিঝড়টির গতিপথ সম্পর্কে বলেছে, এটি হয়ত আরও উত্তরপূর্ব দিকে সরে যেতে থাকবে এবং ২৫ মে সকালে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেবে।

ঘূর্ণিঝড় ‘রেমাল’ নামটি দিয়েছে ওমান। এটি বর্ষার আগে এই অঞ্চলে প্রথম ঘূর্ণিঝড় হতে যাচ্ছে।

এমন পরিস্থিতিতে ভারতীয় আবহাওয়া দপ্তর মৎস্য শিকারীদের ২৪ মে পর্যন্ত দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে, ২৬ মে পর্যন্ত বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং ২৫ থেকে ২৭ মে পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে না যাওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া যারা সাগরে অবস্থান করছেন তাদের উপকূলে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ ওই সময় সাগর বেশ উত্তাল থাকবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ, আশপাশের অঞ্চল এবং উড়িশায় ২৬ থেকে ২৭ মে পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে ২৬ মে পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমটিআই