কানাডার ওপর নিউটনের সূত্র প্রয়োগের হুঁশিয়ারি ভারতের
কানাডাকে ভারতের জন্য সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রহমানিয়াম জয়শঙ্কর। পাশাপাশি নিউটনের সূত্রের মতো প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার (৫ মে) সংবাদ সংস্থা এশিয়ান নিউজ এজেন্সিতে (এএনআই) দেওয়া এক সাক্ষাৎকারে এ হুমকি দেন তিনি।
বিজ্ঞাপন
কানাডায় খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতের তিন নাগরিককে গ্রেপ্তার করার একদিন পর ভারতের পক্ষ থেকে এ ধরনের হুঁশিয়ারি দেওয়া হলো।
জয়শঙ্কর বলেন, এই মুহূর্তে কানাডা আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা। কারণ আজ কানাডার ক্ষমতায় থাকা দল এবং অন্য দলগুলো এই ধরনের চরমপন্থা, বিচ্ছিন্নতাবাদ এবং সহিংসতার সমর্থকদের বাকস্বাধীনতার নামে একটি নির্দিষ্ট বৈধতা দিয়েছে। আপনি যখন তাদের কিছু বলেন, তাদের উত্তর হয়- না, আমরা একটি গণতান্ত্রিক দেশ এবং এখানে বাকস্বাধীনতা আছে।
তিনি বলেন, সেখানে (কানাডা) যা ঘটছে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো হবে। নিউটনের সূত্র রাজনীতির জন্যও প্রযোজ্য হবে। তাদের যে বিষয়টা বুঝতে হবে, এটা আর এমন পৃথিবী নেই যেটা একমুখী রাস্তার মতো চলে। সেখানে যদি কিছু ঘটতে থাকে, তাহলে এর প্রতিক্রিয়া হবে। নিউটনের সূত্রের নিয়ম সেখানেও প্রযোজ্য হবে। একটি প্রতিক্রিয়ার বিরুদ্ধে অন্যরা পদক্ষেপ নেবে বা এটি মোকাবিলা করবে।
জয়শঙ্কর পাঞ্জাবে সংগঠিত আন্দোলনের সঙ্গে জড়িতদের ‘গ্যাংল্যান্ডের’ লোক বলে উল্লেখ করে সেদেশে ভিসা দেওয়ার জন্য ক্যানাডার নিন্দা করেছেন।
তিনি বলেন, ‘সত্য হল যে তারা গ্যাংল্যান্ডের লোক; পাঞ্জাব থেকে অপরাধের সঙ্গে জড়িত অনেক লোককে কানাডায় স্বাগত জানানো হয়েছে। আমরা কানাডাকে বলেছি, দেখুন এরা ভারত থেকে আসা অপরাধী, আপনি তাদের ভিসা দিয়েছেন।
এস জয়শঙ্কর উল্লেখ করেছেন, ভারতের এসব লোকদের মধ্যে অনেকেই মিথ্যা দলিল দিয়ে ক্যানাডায় যায় কিন্তু তাদের সেখানে থাকার অনুমতি দেওয়া হয়।
এ সময় তিনি জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সরকারকে রাজনৈতিক উদ্দেশ্যে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের কানাডায় ক্রমাগত ভিসা দেওয়ার জন্য নিন্দা করে বলেছেন, দেশটি বাকস্বাধীনতার নামে ‘চরমপন্থা, বিচ্ছিন্নতাবাদ এবং সহিংসতার প্রবক্তাদের’ বৈধতা দিয়ে আসছে।
গত বছরের জুনে কানাডার সারেতে বন্দুকধারীদের হাতে হরদীপ সিং নিজ্জা নিহত হন।
ভারত সরকারকে এই হত্যাকাণ্ডে জড়িত বলে ক্যানাডা অভিযোগ করলেও অভিযোগগুলোকে অযৌক্তিক বলে অস্বীকার করেছে নয়াদিল্লি।
কেএ