যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য আমাদের কাছে নেই: হামাস
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, যদি ইসরায়েল তাদের কোনো জিম্মিকে ফিরিয়ে নিতে চায় তাহলে যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে। এক্ষেত্রে অন্য কোনো শর্ত মানা হবে না। এমনকি যুক্তরাষ্ট্রের চাপেও কোনো কাজ হবে না। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য আমাদের কাছে নেই।”
গতকাল বুধবার (২৪ এপ্রিল) হার্স গোল্ডবার্গ-পোলিন নামের এক ইসরায়েলি-আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করে হামাস। এরপর জিম্মিদের ছেড়ে দিতে হামাসের ওপর চাপ প্রয়োগ শুরু করে যুক্তরাষ্ট্র।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার ১৮টি দেশের সঙ্গে একটি যৌথ বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর বাইডেনের এমন বিবৃতির পরই হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য তাদের কাছে নেই।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। ছয় মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৪ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ মানুষ।
৭ অক্টোবর যুদ্ধ শুরুর দিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে আসে হামাস। এরমধ্যে ১০৫ জনকে গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহের দিকে হওয়া এক সপ্তাহের যুদ্ধবিরতির সময় ছেড়ে দিয়েছে তারা।
গতকাল যখন আমেরিকান-ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করা হয় তখন থেকেই আবারও জিম্মিদের মুক্তির বিষয়টি আলোচনায় এসেছে।
সূত্র: রয়টার্স
এমটিআই