ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলছে ইসরায়েলি আগ্রাসন এবং এর মধ্যেই সেখানে শনাক্ত হয়েছে গণকবর। ভূখণ্ডটির খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে শনাক্ত হওয়া গণকবর থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০০ জনের মরদেহ।

এরপরই দেখা দিয়েছে আলোড়ন। জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেছেন, গাজার হাসপাতালে গণকবর শনাক্তের খবরে তিনি আতঙ্কিত। এই ঘটনায় স্বাধীন তদন্তেরও আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার নাসের এবং আল-শিফা হাসপাতাল ধ্বংস করা এবং ইসরায়েলি অভিযানের পরে ওই স্থানে ‘গণকবর’ পাওয়ার খবরে তিনি আতঙ্কিত বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। একইসঙ্গে এই মৃত্যুর বিষয়ে স্বাধীন তদন্তের আহ্বানও জানিয়েছেন তিনি।

এর আগে গত শনিবার গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স প্রাঙ্গনে গণকবরের সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে উদ্ধার হয় শত শত মরদেহ। গণকবরটিতে বৃদ্ধা, শিশু এবং তরুণদের মরদেহ পাওয়া গেছে।

মূলত গত ৭ এপ্রিল খান ইউনিস থেকে সরে যায় দখলদার ইসরায়েলের সেনারা। এরপর সেখানে ফিরে আসেন সাধারণ মানুষ। তবে ফিরে এসে শুধুমাত্র ধ্বংসযজ্ঞ দেখতে পান তারা। পরে সেখানে গণকবরের সন্ধান মেলে।

ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, তারা নাসের মেডিকেল কমপ্লেক্স প্রাঙ্গণের ওই গণকবর থেকে প্রায় ৩০০ জনের লাশ উত্তোলন করেছে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে বা কবে কবর দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়।

তবে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তারা সেখানে মৃতদেহ দাফন করে রেখেছেন বলে যে অভিযোগ উঠেছে তা ‘ভিত্তিহীন’।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গত ফেব্রুয়ারিতে খান ইউনিস শহরের হাসপাতালে দুই সপ্তাহের অপারেশন চলাকালীন সেনারা ফিলিস্তিনিদের সমাহিত মৃতদেহগুলো ‘পরীক্ষা’ করেছে, সেখানে মূলত ‘বন্দিদের সম্ভাব্য উপস্থিতির বিষয়ে গোয়েন্দা তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছিল’।

এছাড়া মুক্তি পাওয়া দশজন বন্দি বলেছেন, তাদের বন্দিত্বের সময় নাসের হাসপাতালে দীর্ঘ সময় ধরে রাখা হয়েছিল।

আর নাসেরে ইসরায়েলি অভিযানের আগে, সেখানকার কর্মীরা বলেছিলেন, তাদের হাসপাতালের আঙ্গিনায় মৃতদেহ দাফন করতে বাধ্য করা হচ্ছে কারণ কাছাকাছি যুদ্ধ হওয়ায় কবরস্থানে প্রবেশ করা যাচ্ছে না। আর গত বছরের নভেম্বরে হাসপাতালে প্রথম ইসরায়েলি অভিযানের আগে আল-শিফা থেকেও একই ধরনের খবর পাওয়া গিয়েছিল।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা যুদ্ধের সময় গাজার বেশ কয়েকটি হাসপাতালে অভিযান চালিয়েছে কারণ হামাস যোদ্ধারা সেগুলোর ভেতরে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছিল। তবে ইসরায়েলের এই দাবি হামাস এবং চিকিৎসা কর্মকর্তারা অস্বীকার করেছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ কোনও ধরনের আশ্রয় ছাড়াই বসবাস করছে এবং প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণবাহী ট্রাক এই অঞ্চলে প্রবেশ করছে।

ইসরায়েল গাজার ওপর ব্যাপকভাবে অবরোধ আরোপ করে রেখেছে। এর ফলে এই ভূখণ্ডের জনগোষ্ঠী বিশেষ করে উত্তরাঞ্চলের বাসিন্দারা অনাহারের দ্বারপ্রান্তে রয়েছেন।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩৪ হাজার ১৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭৬ হাজারের বেশি মানুষ।

এছাড়া ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েছে।

ইউএন হিউম্যান রাইটস অফিসের একজন মুখপাত্র বলেছেন, নাসের হাসপাতালের মাঠে ২৮৩টি মৃতদেহ পাওয়া গেছে, যার মধ্যে ৪২টি শনাক্ত করা হয়েছে।তারা বর্তমানে ফিলিস্তিনি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া প্রতিবেদনের সত্যতা নিয়ে কাজ করছেন।

রাভিনা শামদাসানি জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘নিহতদের মাটির গভীরে পুঁতে রাখা হয়েছিল এবং বর্জ্য দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। নিহতদের মধ্যে বয়স্ক ব্যক্তি, নারী এবং আহতরাও ছিলেন বলে অভিযোগ রয়েছে, অন্যদের... তাদের হাত বাঁধা রয়েছে এবং কাপড় খুলে ফেলা হয়েছে।’

এদিকে এই মৃত্যুর বিষয়ে স্বাধীন, কার্যকর ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। তিনি বলেছেন: ‘দায়মুক্তির বিরাজমান আবহাওয়ার পরিপ্রেক্ষিতে, এতে আন্তর্জাতিক তদন্তকারীদের অন্তর্ভুক্ত করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে হাসপাতালগুলো খুবই বিশেষ সুরক্ষা পাওয়ার অধিকারী। এবং বেসামরিক নাগরিক, বন্দি এবং অন্যান্য মানুষ যারা যুদ্ধে অংশ নেয়নি তাদের ইচ্ছাকৃতভাবে হত্যা করাটা যুদ্ধাপরাধ।’

টিএম