হামাসের সঙ্গে চুক্তি করতে বিক্ষোভ করছেন সাধারণ ইসরায়েলিরা।

গাজায় ইসরায়েলের বর্বর হামলা বন্ধ ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিতে কাল রোববার (৭ এপ্রিল) মিসরের রাজধানী কায়রোতে ফের যুদ্ধবিরতির আলোচনা শুরু হতে যাচ্ছে।

তবে হামাস জানিয়েছে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া তারা অন্য কোনো শর্ত মানবে না।

হামাসের একটি সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছে, দলীয় প্রধান ঈসমাইল হানিয়া তাদের নির্দেশ দিয়েছেন, যে কোনো ধরনের আলোচনাই হতে হবে স্থায়ী যুদ্ধবিরতির ওপর ভিত্তি করে।

ফিলিস্তিনি এ সশস্ত্র গোষ্ঠীর অপর নেতা বাসিম নাঈম আলজাজিরাকে জানিয়েছিলেন, তারা তাদের প্রধান শর্তগুলো থেকে সরে আসবেন না। যার অর্থ গাজায় স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি হতে হবে এবং ইসরায়েলের সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিতে হবে।

তিনি বলেছেন, “বল আমাদের কোর্টে নেই। গাজা উপত্যকায় যারা দখলদারিত্ব অব্যাহত রাখতে চায় বল তাদের কাছে।”

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান বিল বার্নস এই আলোচনায় অংশ নেবেন। এছাড়া আলোচনায় উপস্থিত থাকবেন মিসরের গোয়েন্দা প্রধানও।

মূলত মিসরের আমন্ত্রণে ফের যুদ্ধবিরতির আলোচনায় বসতে রাজি হয়েছে হামাস।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে তিনি বলেছেন, যুদ্ধবিরতির আলোচনায় রাজি হতে হামাসকে যেন তারা চাপ দেন।

গাজায় যুদ্ধের ধরন পরিবর্তন করতে গত কয়েকদিনে ইসরায়েলকে অনেক চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নির্দেশনা দিয়েছে যেন ‘যুদ্ধবিরতিতে পৌঁছাতে’ আলোচনাকারীদের আরও ক্ষমতা দেওয়া হয়।

সূত্র: আলজাজিরা

এমটিআই