নেদারল্যান্ডসের পূর্বাঞ্চলীয় শহর ইদির একটি জনপ্রিয় নাইট ক্লাবের ভেতর কয়েকজনকে জিম্মি করেছেন এক ব্যক্তি। অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে উদ্ধার করেছে। তবে এখনো অনেকে ভেতরে আটকা আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (৩০ মার্চ) খুব সকালে পেটিকোট নামের ওই নাইট ক্লাবে প্রবেশ করেন ওই ব্যক্তি। ওই সময় তিনি বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি দেন।

নিরাপত্তার বিষয়টি চিন্তা করে নাইট ক্লাবের আশপাশে অবস্থিত ১৫০টি বাড়িঘর থেকে সব মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং শহরটির কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘটনা সম্পর্কে মাইক্রো ব্লগিং সাইটে পুলিশ বলেছে, “ইদি শহরের কেন্দ্রের একটি ভবনে বেশ কয়েকজনকে জিম্মি করা হয়েছে।”

তবে এর সঙ্গে এখন পর্যন্ত সন্ত্রাসী হামলার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।  

তবে ঘটনাস্থলে পুলিশের বেশ কয়েকটি ইউনিটকে মোতায়েন করা হয়েছে।

নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দি টেলিগ্রাফ বেশ কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, যে ব্যক্তি সাধারণ মানুষকে জিম্মি করেছেন তার সঙ্গে অস্ত্র ও বিস্ফোরক বস্তু রয়েছে।

অপর সংবাদমাধ্যম এনওএসের এক সাংবাদিক জানিয়েছেন, ঘটনাস্থলে একটি রিমোট কন্ট্রোল রোবট পাঠানো হয়েছে এবং পুলিশের বিস্ফোরক বিরোধী ইউনিট উপস্থিত হয়েছে। এছাড়া পুলিশ সদস্যরা প্রতিরক্ষামূলক সরঞ্জামে সজ্জিত আছেন।

ওই নাইট ক্লাবের আশপাশের ভবনের সাধারণ মানুষকে সরানোর পাশাপাশি ইদি শহরে ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স, বিবিসি

এমটিআই