সমুদ্রের পানির নিচের হোটেল কেমন হয় (ভিডিও)
বিশ্বব্যাপী পর্যটন নির্ভর দেশগুলোতে বহু বছর ধরেই পানির নিচে চোখ ধাঁধানো হোটেল তৈরি করা হচ্ছে। যেগুলোর অবস্থান থাকে সমুদ্রের পানির নিচে। আর এসব হোটেল থেকে মাছসহ সবই দেখা যায়। পানির নিচের হোটেলগুলো কেমন থাকে সেটি ফুটে উঠেছে ‘কারাঅ্যান্ডনেট’ নামের দুই ব্লগারের একটি ভিডিওতে।
গত মাসে ইনস্টাগ্রামের তারা পানির নিচের সবচেয়ে দামী হোটেলটির একটি ভিডিও প্রকাশ করেন। এতে দেখা যাচ্ছে, প্রথমে তারা একটি লিফটের কাছে যাচ্ছেন। যে লিফটটি সরাসরি তাদের নিয়ে যায় হোটেলটির ভেতর।
বিজ্ঞাপন
লিফট থেকে বের হওয়ার মাত্রই পানিতে মাছ ভাসতে দেখেন তারা। এরপর হোটেলটির বেডরুমের দিকে আগাতে থাকেন। লিফট থেকে বেডরুম পর্যন্ত থাকা পথ এবং বেডরুম সবকিছুই কাঁচের তৈরি।
এমনকি হোটেলটির যে টয়লেট রয়েছে সেটির সামনের অংশও পানির দিক দিয়ে খোলা। অর্থাৎ প্রাকৃতিক কর্মের সময়ও উপভোগ করা যাবে সমুদ্রের সৌন্দর্য্য।
ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশের পর এ নিয়ে সাধারণ মানুষ মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। প্রায় ৮ কোটিবার দেখা এ ভিডিওটির প্রশংসা করেছেন অনেকে। আবার অনেকে সমালোচনা এবং ভয়ভীতির কথাও বলেছেন।
এক ইন্সটাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, “চিন্তা করুন, রাতের বেলা কেমন অন্ধকার হয়ে যায় হোটেলটি। আর আপনার কোনো ধারণা নেই কাঁচের অপরপ্রান্তে কি আছে। না, আমার দরকার নেই। ভালো আছি।”
আরেকজন লিখেছেন, “চিন্তা করুন আপনি রাতের বেলা জেগে উঠেছেন কারণ কাঁচে আপনি কোনো কিছুর শব্দ শুনতে পেয়েছেন।”
অপর একজন জানিয়েছেন, তিনি এই হোটেলটিতে ছিলেন এবং তার অভিজ্ঞতা বেশ ভালো ছিল।
তবে আরেকজন নিজের ভয়ের কথা প্রকাশ করে বলেছেন, “একটি মাত্র ফাটল, এরপর সব শেষ। না দরকার নেই।”
এমটিআই