আন্তর্জাতিক নারী দিবসে স্ত্রীর জন্য সেরা উপহার হলো তাকে গর্ভবতী করা এবং পুরুষদের আরও দায়িত্বশীল হওয়া। রাশিয়ার পার্লামেন্ট দুমার সদস্য এবং দুমার পরিবার সুরক্ষা কমিটির প্রধান ভিতালি মিলোনভ এমনটাই মনে করেন।

‘আমি বিশ্বাস করি যে নারী দিবসে স্ত্রীদের জন্য সেরা উপহার হলো গর্ভধারণ। শিশুদের চেয়ে বড় আনন্দের আর কিছু নেই। সেই সঙ্গে পুরুষদেরও আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। বিবাহিত নারীদের জন্য সন্তান ও দায়িত্বশীল স্বামীর চেয়ে বড় উপহার আর নেই,’ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে এসব কথা বলেছেন মিলোনভ।

পরিবার বড়ো করার জন্য নারী এবং পুরুষ উভয়েরই সুশৃঙ্খল ও স্বাস্থ্যকর জীবনের ওপর জোর দিয়েছেন মিলোনভ। বিবৃতিতে এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘অনিয়ন্ত্রিত জীবন যাপন কখনও সুস্থতার পরিচয় নয়। আমি মনে করি, নারী-পুরুষ উভয়ের স্বাস্থ্যকর জীবনযাবন করা উচিত, নিয়মিত শরীর চর্চা করা উচিত এবং অবশ্যই মদ্যপান নিয়ন্ত্রণ করা উচিত। মদ উর্বরতা হ্রাস করে।’

মিলোনভ ৬ সন্তানের জনক। এই সন্তানদের মধ্যে ৩ জন তার নিজের এবং বাকি ৩ জন দত্তক নেওয়া।

প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার মোট আয়তন ১ কোটি ৭০ লাখ ৯৮ হাজার বর্গকিলোমিটার কিন্তু জনসংখ্যা মাত্র ১৪ কোটি ৭১ লাখ ৮২ হাজার। দেশটির জন্মহার বেশ নিম্ন এবং তরুণ প্রজন্মের একটি উল্লেখযোগ্য অংশ বৃদ্ধ হওয়ার আগেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে মারা যায়। এসব শারীরিক জটিলতার প্রধান কারণ অতিমাত্রায় মদ্যপান।

রাশিয়ার সরকারি পরিসংখ্যান দপ্তর রোসটাট সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালে মাত্র ১২ লাখ ৬৪ হাজার শিশু জন্ম নিয়েছে রাশিয়ায়, যা ১৯৯৯ সালের পর থেকে সর্বনিম্ন।

গত ফেব্রুয়ারি মাসে এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ‘আদর্শ রুশ পরিবার হলো সেই পরিবার, যে পরিবারে প্রচুর সন্তান-সন্ততি রয়েছে।’

তার আগে জানুয়ারি মাসে রাশিয়ার স্তাভরোপোল প্রদেশের নেভিন্নোমিস্ক শহরের মেয়র মিখাইল মিনেনকোভ বলেন, ‘এই মুহূর্তে খাওয়া, ঘুমের চেয়েও জরুরি হলো প্রতিদিন স্ত্রী/প্রেমিকাকে ভালবাসা এবং যৌন সম্পর্ক স্থাপন করা।’

সূত্র : আরটি 

এসএমডব্লিউ