পাইলটের সহায়তায় মাঝ-আকাশে শিশুর জন্ম
পাইলটের সহায়তা ও উপস্থিত বুদ্ধিতে মাঝ-আকাশে জন্ম হয়েছে এক শিশুর। বিমান মাঝ-আকাশে থাকা অবস্থায় শিশুটির মায়ের প্রসব বেদনা ওঠে।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ গত সোমবার (৪ মার্চ) এক প্রতিবেদনে জানায়, জাকারিন সারারানসকুল নামের ওই পাইলট ভিয়েতজেটের একটি বিমান নিয়ে তাইওয়ানের তাইপাই থেকে থাইল্যান্ডের ব্যাংককে যাচ্ছিলেন। তখন কেবিন ক্রু তাকে এ ব্যাপারে অবহিত করেন।
বিজ্ঞাপন
সন্তান জন্মদানের জন্য ওই নারীকে দ্রুত বিমানের টয়লেটে নিয়ে যাওয়া হয়। সেখানেই যান পাইলট জাকারিন সারারানসকুল।
বিষয়টি ইন্সটাগ্রামে নিজেই জানিয়েছেন ওই পাইলট। তিনি বলেছেন, “আমি ১৮ বছর ধরে পাইলট। আমি এই মাত্র একটি নবজাতককে সাহায্য করেছি।” তিনি শিশুটিকে ধরে রাখা অবস্থার একটি ছবিও প্রকাশ করেছেন।
এক সন্তানের জনক এই পাইলট জানিয়েছেন, বিমানের ক্রুরা শিশুটির নাম রেখেছে ‘স্কাই বেবি’।
ইন্টারন্যাশনাল সোসাইটি অব ট্রাভেল মেডিসিন নামের একটি সংস্থা ২০২২ সালে এক প্রতিবেদনে জানিয়েছিল, ১৯২৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাণিজ্যিক বিমানের ভেতর ৭৪টি শিশুর জন্ম হয়েছে। তবে তার মধ্যে মাত্র তিনটি শিশু বেঁচে ছিল।
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গর্ভাবস্থায় নারীরা নিরাপদে আকাশ ভ্রমণ করতে পারেন। তবে বিমানে উঠার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।
স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, সাধারণত ৩৭ সপ্তাহ, তবে জমজ সন্তান হলে ৩২ সপ্তাহ পর প্রসব বেদনা ওঠতে পারে। এই সময়ের পর কিছু বিমান সংস্থা নারীদের তাদের বিমানে উঠতে দেয় না।
সূত্র: দ্য স্কাই নিউজ
এমটিআই