হিজরি ক্যালেন্ডারের অন্যান্য সব মাসের মতো রমজান মাস শুরু হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে

নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী সোমবার (১১ মার্চ) অথবা মঙ্গলবার (১২মার্চ) মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হবে। রমজানে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের খাওয়া-দাওয়া থেকে বিরত থাকেন। আপনি বিশ্বের কোন অংশে আছেন তার ওপর নির্ভর করে ভোর থেকে সন্ধ্যার এই উপবাস ১২ থেকে ১৭ ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে।

ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস রমজানে পবিত্র গ্রন্থ আল-কোরআনের প্রথম আয়াত ১ হাজার ৪০০ বছরেরও বেশি সময় আগে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কাছে অবতীর্ণ হয়েছিল। সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য রমজান মাসে দিনের আলোতে খাওয়া, মদ্যপান, ধূমপান এবং যৌন সম্পর্ক থেকে বিরত থাকেন মুসলমানরা।

এ বছর আইসল্যান্ড বা গ্রিনল্যান্ডের মতো উত্তর অংশের দেশগুলোতে বসবাসকারীরা ১৭ ঘণ্টার বেশি সময় ধরে রোজা রাখবেন

• প্রত্যেক বছর ভিন্ন ভিন্ন তারিখে রমজান শুরু হয় কেন?

প্রত্যেক বছর ১০ থেকে ১২ দিন আগে রমজান মাসের শুরু হয়। এর কারণ চান্দ্র হিজরি ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে ইসলামিক ক্যালেন্ডারের মাসগুলো ২৯ কিংবা ৩০ দিনের হয়। চান্দ্র বছর সৌর বছরের চেয়ে ১১দিন ছোট হওয়ায় ২০৩০ সালে রমজান দু’বার পালন করা হবে। ওই বছরে প্রথমে ৫ জানুয়ারি এবং তারপর ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে রমজান মাস।

এ বছর চিলি বা নিউজিল্যান্ডের মতো বিশ্বের দক্ষিণ অংশের দেশগুলোতে বসবাসকারী মুসলমানরা প্রায় ১২ ঘণ্টা রোজা রাখবেন। আর আইসল্যান্ড বা গ্রিনল্যান্ডের মতো উত্তর অংশের দেশগুলোতে বসবাসকারীরা ১৭ ঘণ্টার বেশি সময় ধরে রোজা রাখবেন।

আপনি বিশ্বের কোন অংশে আছেন তার ওপর নির্ভর করে ভোর থেকে সন্ধ্যার এই উপবাস ১২ থেকে ১৭ ঘণ্টা পর্যন্ত হবে

উত্তর গোলার্ধে বসবাসকারী মুসলমানদের জন্য এই বছর রমজান মাসে উপবাসের সময় কিছুটা কম হবে এবং আগামী ২০৩১ সাল পর্যন্ত এই সময় কমতে থাকবে। ওই বছর শীতকালীন অয়নকাল ঘিরে থাকবে রমজান। পাশাপাশি বছরের সবচেয়ে ছোট দিনও থাকবে। এরপর বছরের দীর্ঘতম দিন থাকায় উত্তর গোলার্ধে গ্রীষ্মের অয়নকাল পর্যন্ত উপবাসের সময় বৃদ্ধি পাবে।

নিরক্ষরেখার দক্ষিণে বসবাসকারী রোজাদার মুসলমানদের ক্ষেত্রে অবশ্য বিপরীত দেখা যাবে। একেবারে উত্তর অংশের শহরগুলো, যেমন নরওয়ের লংইয়ারবাইনে ২০ এপ্রিল থেকে ২২ আগস্ট পর্যন্ত সূর্য অস্ত যায় না। এই দেশটিতে মুসলিমদের রোজার সময়সূচি মেনে চলার জন্য সৌদি আরবের মক্কা নগরী বা নিকটতম মুসলিম দেশের সময় অনুসরণ করতে ধর্মীয় আদেশ জারি করা হয়েছে।

• একই সময়ে ইফতার যেসব শহরে

প্রত্যেকদিনের রোজা শুরু করার জন্য ভোরের খাবারকে বলা হয় সেহরি আর সূর্যাস্তের পর রোজা ভাঙার সময়কে বলা হয় ইফতার। মোটামুটি একই দ্রাঘিমাংশে অবস্থিত শহরগুলোতে ইফতারের সময় একই থাকবে। আর এর বিপরীত অংশের শহরগুলো সেহরি দিয়ে রোজা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

এ বছর কোনও শহরের বাসিন্দারা যখন সেহরি করবেন, তখন অন্য শহরে ইফতার

• রোজার সময় কোন দেশে কত ঘণ্টা?

নিচে সারা বিশ্বের কোন শহরে গড়ে কত ঘণ্টা রোজা তা তুলে ধরা হয়েছে। উপবাস ও ইফতারের প্রকৃত সময় দিন ও গণনা পদ্ধতি অনুযায়ী কম বেশি হতে পারে।

• নুউক, গ্রিনল্যান্ড : ১৬ ঘণ্টা
• রিকজাভিক, আইসল্যান্ড : ১৬ ঘণ্টা
• হেলসিঙ্কি, ফিনল্যান্ড : ১৫ ঘণ্টা
• অসলো, নরওয়ে : ১৫ ঘণ্টা
• গ্লাসগো, স্কটল্যান্ড : ১৫ ঘণ্টা
• বার্লিন, জার্মানি : ১৫ ঘণ্টা
• ডাবলিন, আয়ারল্যান্ড : ১৫ ঘণ্টা
• মস্কো, রাশিয়া : ১৫ ঘণ্টা
• আমস্টারডাম, নেদারল্যান্ডস : ১৫ ঘণ্টা
• ওয়ারশ, পোল্যান্ড : ১৫ ঘণ্টা
• আস্তানা, কাজাখস্তান : ১৫ ঘণ্টা
• ঢাকা, বাংলাদেশ : ১৪ ঘণ্টা
• ব্রাসেলস, বেলজিয়াম : ১৪ ঘণ্টা

উপবাস ও ইফতারের প্রকৃত সময় দিন ও গণনা পদ্ধতি অনুযায়ী কম বেশি হতে পারে

• লন্ডন, যুক্তরাজ্য : ১৪ ঘণ্টা
• জুরিখ, সুইজারল্যান্ড : ১৪ ঘণ্টা
• স্টকহোম, সুইডেন : ১৪ ঘণ্টা
• বুখারেস্ট, রোমানিয়া : ১৪ ঘণ্টা
• সারাজেভো, বসনিয়া ও হার্জেগোভিনা : ১৪ ঘণ্টা
• সোফিয়া, বুলগেরিয়া : ১৪ ঘণ্টা
• রোম, ইতালি : ১৪ ঘণ্টা
• মাদ্রিদ, স্পেন : ১৪ ঘণ্টা
• প্যারিস, ফ্রান্স : ১৪ ঘণ্টা
• লিসবন, পর্তুগাল : ১৪ ঘণ্টা
• আঙ্কারা, তুরস্ক : ১৪ ঘণ্টা
• অটোয়া, কানাডা : ১৪ ঘণ্টা
• টোকিও, জাপান : ১৪ ঘণ্টা
• বেইজিং, চীন : ১৪ ঘণ্টা
• অ্যাথেন্স, গ্রিস: ১৪ ঘণ্টা
• নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র : ১৪ ঘণ্টা
• ওয়াশিংটন, ডিসি, যুক্তরাষ্ট্র : ১৪ ঘণ্টা
• লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র : ১৪ ঘণ্টা
• তিউনিস, তিউনিসিয়া :  ১৪ ঘণ্টা
• আলজিয়ার্স, আলজেরিয়া : ১৪ ঘণ্টা
• তেহরান, ইরান : ১৪ ঘণ্টা
• কাবুল, আফগানিস্তান : ১৪ ঘণ্টা
• নয়াদিল্লি, ভারত : ১৪ ঘণ্টা
• রাবাত, মরক্কো : ১৪ ঘণ্টা
• দামেস্ক, সিরিয়া : ১৪ ঘণ্টা

উত্তর গোলার্ধে বসবাসকারী মুসলমানদের জন্য এই বছর রমজান মাসে উপবাসের সময় কিছুটা কম হবে 

• ইসলামাবাদ, পাকিস্তান : ১৪ ঘণ্টা
• বাগদাদ, ইরাক : ১৪ ঘণ্টা
• বৈরুত, লেবানন : ১৪ ঘণ্টা
• আম্মান, জর্ডান : ১৪ ঘণ্টা
• গাজা উপত্যকা, ফিলিস্তিন : ১৪ ঘণ্টা
• কায়রো, মিসর : ১৪ ঘণ্টা
• দোহা, কাতার : ১৩ ঘণ্টা
• দুবাই, সংযুক্ত আরব আমিরাত : ১৩ ঘণ্টা
• খার্তুম, সুদান : ১৩ ঘণ্টা
• রিয়াদ, সৌদি আরব : ১৩ ঘণ্টা
• আবুজা, নাইজেরিয়া : ১৩ ঘণ্টা
• এডেন, ইয়েমেন : ১৩ ঘণ্টা
• ডাকার, সেনেগাল : ১৩ ঘণ্টা
• আদ্দিস আবাবা, ইথিওপিয়া : ১৩ ঘণ্টা
• বুয়েনস আয়ার্স, আর্জেন্টিনা : ১৩ ঘণ্টা
• কলম্বো, শ্রীলঙ্কা : ১৩ ঘণ্টা
• কুয়ালালামপুর, মালয়েশিয়া : ১৩ ঘণ্টা
• মোগাদিশু, সোমালিয়া : ১৩ ঘণ্টা
• সিউদাদ দেল এস্তে, প্যারাগুয়ে : ১৩ ঘণ্টা
• নাইরোবি, কেনিয়া : ১৩ ঘণ্টা
• হারারে, জিম্বাবুয়ে : ১৩ ঘণ্টা
• জাকার্তা, ইন্দোনেশিয়া : ১৩ ঘণ্টা
• লুয়ান্ডা, অ্যাঙ্গোলা : ​​১৩ ঘণ্টা
• ব্যাংকক, থাইল্যান্ড : ১৩ ঘণ্টা
• ব্রাসিলিয়া, ব্রাজিল : ১৩ ঘণ্টা
• জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা : ১৩ ঘণ্টা
• মন্টেভিডিও, উরুগুয়ে : ১৩ ঘণ্টা
• ক্যানবেরা, অস্ট্রেলিয়া : ১৩ ঘণ্টা
• পুয়ের্তো মন্ট, চিলি : ১৩ ঘণ্টা
• ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড : ১৩ ঘণ্টা

সূত্র : আলজাজিরা।

এসএস