লোহিত সাগর দিয়ে চলছে একটি জাহাজ।

বার্বাডোজের পতাকাবাহী ও যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শক্তিশালী এ সশস্ত্র গোষ্ঠী গত কয়েকমাস ধরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

মার্কিন জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর তথ্যটি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে।

জাহাজটি এডেন উপসাগরের দক্ষিণপশ্চিমাঞ্চলের ৫৭ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। ওই সময় জাহাজের কাছে অপর একটি জাহাজ যায়। জাহাজটির ক্রুরা দাবি করে তারা ইয়েমেনের নৌবাহিনীর সদস্য এবং তারা জাহাজটির দিক পরিবর্তনের নির্দেশ দেয়।

আমব্রে ওই জাহাজটির কাছ থেকে অন্যান্য জাহাজকে দূরে থাকার জন্য সতর্কতা দিয়েছে। কারণ হুথিদের হামলার সঙ্গে এই হামলার মিল রয়েছে।

যুক্তরাজ্যের আরেক সংস্থা ইউকেএমটিও এডেন উপসাগরে হামলার বিষয়ে জানিয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের যুদ্ধ ও বাণিজ্যিক জাহাজের ওপর হামলাকে তারা নিজেদের ওপর হামলা হিসেবে বিবেচনা করে। আর এই হামলার শিকার হওয়ার দোহাই দিয়ে ইয়েমেনের বিভিন্ন স্থানে বোমা হামলা চালিয়েছ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর গাজায় বর্বরতা চালানো শুরু করে ইসরায়েল। ওই বর্বরতা থামাতে প্রথমে ইসরায়েলি মালিকানাধীন এবং ইসরায়েলগামী জাহাজে হামলা চালানো শুরু করে হুথিরা। কিন্তু ওই সময় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে হুথিদের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এরপর এ দুটি দেশের জাহাজকেও লক্ষ্য করে হামলা চালানো শুরু করে হুথিরা।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

এমটিআই