ভারত থেকে বিমান ও যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ভারতে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতির কারণে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

দুবাইয়ের সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, শনিবার (২৪ এপ্রিল) মধ্যরাত থেকে আগামী ১০ দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ১০ দিন পর পরিস্থিতি পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

এমনকি ট্রানজিট ভিসার যাত্রীদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। কেবল ইউএই নাগরিক, কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তি আর সরকারি কর্মকর্তারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। তবে ভারত থেকে বিমান ও যাত্রী প্রবেশ নিষিদ্ধ করা হলেও আরব আমিরাত থেকে ভারতে বিমান অবতরণে কোনো নিষেধাজ্ঞা নেই।

এর আগে একই কারণে ভারত থেকে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এছাড়া টিকা নিলেও ভারত ভ্রমণে না যেতে নাগরিকদের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র।

এদিকে, শুক্রবার থেকেই ভারতীয় বিমানযাত্রীদের লাল তালিকাভুক্ত করছে ব্রিটেন। ভারতে করোনা মহামারির অবনতির কারণে এই সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার। এমনকি শুক্রবারের আগপর্যন্ত ভারত থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অতিরিক্ত বিমান অবতরণের অনুমতিও দেওয়া হয়নি।

ভারতে শনাক্ত করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ব্রিটেনে ১০০ জনের শরীরে পাওয়ার পরই দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক গত সোমবার জানান, শুক্রবার থেকে ভারতীয়রা আর ব্রিটেনে প্রবেশ করতে পারবেন না।

এর পরেই ব্রিটেনে কর্মরত ভারতীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক ভারতীয় ব্রিটেনে ফেরার চেষ্টা করলেও অতিরিক্ত বিমান অবতরণের অনুমতি নাকচ করে দেয় হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ।

টিএম