নিজের জমজ সন্তানের জন্য কাঁদছেন ফিলিস্তিনি মা রানিয়া আবু আনজা।

ইসরায়েলি হামলার পর রাফাহর একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে যখন বেঁচে থাকাদের উদ্ধারে কাজ করছিলেন পুরুষরা। তখন রানিয়া আবু আনজা তার দুই শিশুর কাছে গেছেন; যারা হামলায় বাঁচতে পারেনি। শিশু গুলো হলো তার জমজ সন্তান।

ফিলিস্তিনি এই নারী জানিয়েছেন, মা হওয়ার জন্য তিনি বিভিন্ন চিকিৎসা নিয়েছেন। এরপর তিনি মা হয়েছেন। তবে তার সব স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেছে গাজা যুদ্ধে।

কাঁদতে কাঁদতে শিশুগুলোকে জড়িয়ে ধরে তিনি বলছিলেন, “এখন আমাকে মা ডাকবে কে? কে আমাকে মা ডাকবে?” তার দুই সন্তানের একটির মরদেহ থেকে তখনো রক্ত বের হচ্ছিল।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসাম এবং নাঈম নামের ওই জমজ শিশুগুলোর বয়স ছয় মাসও হয়নি। তারা দখলদার ইসরায়েলের চালানো শনিবারের (২ মার্চ) হামলায় প্রাণ হারিয়েছে। তাদের সঙ্গে আরও ১২ জন ওই একই হামলায় নিহত হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) রাফাহর ওই হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। যে হামলায় পৃথিবীতে আসার পর ছয় মাস হওয়ার আগেই ওই দুই শিশুকে প্রাণ হারাতে হয়েছে।

তবে আইডিএফ দাবি করেছে, তারা রাফাহতে ইসলামিক জিহাদের এক যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। যিনি সেখানে গিয়েছিলেন।

সূত্র: এএফপি

এমটিআই