ভিডিও: অপরিচ্ছন্ন পোশাক, কৃষককে মেট্রোতে উঠতে বাধা
ভারতের বেঙ্গালুরুতে অপরিচ্ছন্ন পোশাক পরায় এক কৃষককে মেট্রোতে উঠতে বাধা প্রদান করা হয়েছে। বেঙ্গালুরুর রাজাজিনগর মেট্রো স্টেশনে এমন ঘটনা ঘটে। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর বের হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন কৃষককে মেট্রোতে উঠতে দিতে না চাওয়া দায়িত্বরত কর্মকর্তা।
এছাড়া বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)। সংস্থাটি বলেছে, “যদি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি সঠিক হয়, তাহলে এটি মানবাধিকার লঙ্ঘনের সামিল হয়েছে। কারণ কাউকে পোশাকের ওপর ভিত্তি করে গণপরিবহনে উঠতে না দেওয়ার অধিকার কারও নেই। কেউ যদি নিষিদ্ধ কোনো কিছু বহন করেন তাহলে আইন অনুযায়ী উক্ত ব্যক্তিকে বাধা প্রদান করা যাবে।”
বিজ্ঞাপন
মানবাধিকার কমিশন এ নিয়ে কর্ণাটক মুখ্য সচিব এবং বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের মহাপরিচালকের কাছে নোটিশ জারি করেছে এবং চার সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে।
ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেটি নিশ্চিতে করণীয় জানাতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
A farmer who carried a bundle on his head was stopped from availing metro services in #Bengaluru by officials as they...
Posted by Jayanth Gowdas on Monday, February 26, 2024
ভারতীয় সংবাদমাদশ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি মাথায় বড় বস্তা নিয়ে মেট্রো স্টেশনে আসেন ওই কৃষক। কিন্তু ব্যাগেজ চেকপয়েন্টে তাকে আটকে দেন মেট্রোর এক কর্মকর্তা। এমনকি টিকিট থাকা সত্ত্বেও তাকে প্লাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
তবে তখন সেখানে উপস্থিত মেট্রোর অন্যান্য যাত্রীরা এ নিয়ে প্রতিবাদ জানান। অনেককে বলতে শোনা যায়, মেট্রোতে ওঠার ক্ষেত্রে কি কোনো পোশাক বিধি আছে কি না। নাকি মেট্রো শুধু ভিআইপিদের জন্য।
অন্যান্য যাত্রীদের প্রতিবাদের মুখে পরে ওই কৃষককে মেট্রোতে উঠতে দেওয়া হয় এবং কর্তৃপক্ষ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে। পরবর্তীতে সামাজিক যোগাযোগামাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠলে ওই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।
সূত্র: এনডিটিভি
এমটিআই