দখলদার ইসরায়েলের একটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট ইসরাইলের একটি বৃহৎ আকারের হার্মেস ৪৫০ মডেলের ড্রোন ভূপাতিত করেছে। দক্ষিণ লেবাননে এই ড্রোনটি ভূপাতিত করার জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যোদ্ধারা সব সময় চোখ কান খোলা রাখবেন ও সতর্ক থাকবেন। শত্রুর কোনো বিমান বা ড্রোন লেবাননের আকাশে প্রবেশ করলে, সেগুলোকে তাদের আগ্রাসী লক্ষ্য অর্জনের পথে বাধা দেওয়া হবে।

অন্যদিকে, ইসরায়েলের দাবি, তাদের একটি হার্মেস ড্রোন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হওয়ার পর লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। 

হার্মেস ৪৫০ মডেলের ড্রোনকে গুপ্তচরবৃত্তি এবং হামলার কাজে ব্যবহার করে থাকে ইহুদিবাদী ইসরায়েল। হিজবুল্লাহ এই ড্রোন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়লে ইসরাইলি বাহিনী সেটি ‘ডেভিড সিলিং মিডিয়াম রেঞ্জ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ দিয়ে ভূপাতিত করে। 

এর পরপরই হিজবুল্লাহর ছোঁড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ড্রোনটিকে আঘাত করে এবং শেষ পর্যন্ত ইসরায়েলের ড্রোনটি লেবাননের ভেতরে ভূপাতিত হয়।

কেএ