থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটির রাজধানী শহরে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করেন। ভ্রমণ পিপাসুদের জন্য ব্যাংকক একটি আদর্শ স্থান। এই ব্যাংককে অসংখ্য মানুষ ঘুরতে গেলেও; শহরটির পুরো নাম জানেন না অনেকে। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর জানা গেছে, ব্যাংকক শহরটির পুরো নাম ১৬৮টি অক্ষর দিয়ে গঠিত।

এমনকি বিশ্বের সবচেয়ে লম্বা নামের শহরের বিশ্বরেকর্ডটিও রয়েছে ব্যাংককের দখলে।

ব্যাংককের পুরো নাম হলো— “ক্রুং থেপ মহানক্ষণ আমন রাত্তানাকোসিন মাহিন্থারা আয়ুথায়া মহাদিলক ফোপ নোপফারাত রাতচথনী বুরিয়ম উদুমারাতচানিয়েত মহাস্থান আমন পিমান আওয়াতান সাথিত সক্ষত্থিয়া উইতসানুকাম প্রসীত।”

এটির বাংলা অর্থ হলো- “পরীদের শহর, অমরদের মহান শহর, ৯ রত্নের মহৎ শহর, রাজার বসারস্থান, রাজ প্রাসাদের শহর, অবতারদের শহর, ইন্দ্রার আদেশে বিশ্বকর্মণের তৈরি শহর।”

সম্প্রতি পর্যটকদের বহনকারী একটি বাসে এক ট্যুর গাইড ব্যাংকক শহরের পুরো নামটি পড়ে শোনান। এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। যা পরবর্তীতে নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।

তবে থাইল্যান্ডের বেশির ভাগ মানুষ ব্যাংককের ছোট নাম “ক্রুং থেপ মহানক্ষণ’ বলে থাকেন। শহরটির পুরো নামের সঙ্গে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মাহাত্য রয়েছে। এর মাধ্যমে ব্যাংককের পুরোনো ও সমৃদ্ধ ইতিহাস, রাজ শাসনের কেন্দ্রস্থল এবং পুরাণের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি ফুটে ওঠে।

এমটিআই