১০ দিনের মধ্যে ২য় দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু তরুণ আইনপ্রণেতার
ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক তরুণ আইনপ্রণেতা নিহত হয়েছেন। নিহত ওই আইনপ্রণেতার নাম লাস্য নন্দিতা। এবারই প্রথম ভোটে জয়ী হয়েছিলেন তিনি। অবশ্য ১০ দিন আগেই তিনি একবার দুর্ঘটনার মুখে পড়েছিলেন।
সেসময় রক্ষা পেলেও এবার আর ভাগ্য সহায় হয়নি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত রাষ্ট্র সমিতির বিধায়ক লাস্য নন্দিতা আজ হায়দরাবাদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ৩৭ বছর বয়সী নন্দিতা এবারই প্রথমবার বিধায়ক হয়েছিলেন। ভ্রমণের সময় তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সাথে সংঘর্ষের পরে তিনি গুরুতর আহত হন।
— NDTV (@ndtv) February 23, 2024
দুর্ঘটনার পরপরই লাস্য নন্দিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে হাসপাতালে মারা যান তিনি। দুর্ঘটনায় চালকও গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটেছে সাঙ্গারেডি জেলার আমিনপুর মহকুমার সুলতানপুর আউটার রিং রোডে। একটি এসইউভি গাড়িতে করে যাচ্ছিলেন নন্দিতা।
মাত্র দশ দিন আগে লাস্য নারকাটপল্লীতে আরেকটি দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন। সেসময় অবশ্য সামান্য আহত হয়েছিলেন তিনি। গত ১৩ ফেব্রুয়ারি হওয়া সেই দুর্ঘটনার সময় তিনি মুখ্যমন্ত্রীর একটি সমাবেশে যোগ দিতে নালগোন্ডায় যাচ্ছিলেন। তবে ওই দুর্ঘটনার ফলে তার হোম গার্ডের মৃত্যু হয়।
১৯৮৬ সালে হায়দরাবাদে জন্মগ্রহণকারী লাস্য নন্দিতা প্রায় এক দশক আগে রাজনীতিতে প্রবেশ করেন। ২০২৩ সালের তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার আগে তিনি কাভাদিগুদা ওয়ার্ডে কর্পোরেটর হিসেবে কাজ করেছিলেন।
সিনিয়র বিআরএস নেতা কেটি রামা রাও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নন্দিতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এবারই প্রথম বিধায়ক হলেও প্রায় এক দশক আগে রাজনীতিতে পা রেখেছিলেন লাস্য নন্দিতা। ২০১৬ সাল থেকে কাভাদিগুদা ওয়ার্ডে কর্পোরেটর ছিলেন তিনি। এবারের নির্বাচনে কেসিআর-এর দলের পরাজয় হলেও, তার মধ্যেই সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট আসন থেকে জয়ী হয়েছিলেন নন্দিতা।
তার আগে এই আসন থেকে বিধায়ক ছিলেন তার বাবা জি সায়ন। ২০২৩ সালে তার মৃত্যু হয়। এরপর নন্দিতাকে ওই আসন থেকে মনোনয়ন দিয়েছিল বিআরএস। নন্দিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও।
তার শোকাহত পরিবারের পাশে থাকার এবং দলের পক্ষ থেকে সকল ধরনের সমর্থনের আশ্বাসও দিয়েছেন তিনি।
টিএম